তদন্ত দাবি
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রলীগের
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭, ২৮ মার্চে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানা ও বিভিন্ন পুলিশ ফাঁড়িতে নিরাপত্তা জোরদার
তিনি জানান, হেফাজত নেতারা এখন মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় হেফাজতের কেউ জড়িত নন। তাদের এই ধরণের বক্তব্যকে নিছক মিথ্যাচার ও অপরাজনীতি বলেই ছাত্রলীগ মনে করেন।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদরাসায় হামলা ও মানুষ হত্যার অভিযোগকে মিথ্যা ও তথ্যসন্ত্রাস বলে উল্লেখ করেন। সেই সাথে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলেন পুলিশের আইজিপি
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
মালয়েশিয়ায় প্রবাসীদের ওপর নিপীড়নের তদন্ত দাবি
মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে একজন বাংলাদেশিকে সমন জারি করাসহ সার্বিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অভিবাসন খাতের ২২টি সংগঠন।
৪ বছর আগে