বাসের ধাক্কা
চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৩
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থী দুজন আপন ভাই-বোন। অপরজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
এতে আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাস অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজন অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
এ ঘটনায় আহত শিক্ষার্থী হলেন, কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। তিনি নবম শ্রেণির ছাত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি, সড়ক প্রতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
৩৬ দিন আগে
সাভারে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল দিকে আরিচা মহাসড়কের বলিয়ারপুর এর এস এন সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বলিয়ারপুরের নগরকোন্ডার ইব্রাহিম, সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও চালক মজিবুর রহমান।
আরও পড়ুন: মৌলভীবাজারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
আহতরা হলেন- শাহাবুদ্দিন ও জলিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
১৩৬ দিন আগে
নাটোরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় আব্দুস সামাদ নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ (৪০) উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে চালক আব্দুস সামাদ রাস্তায় ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এসআই।
১৬৩ দিন আগে
নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নড়াইলের লোহাগড়ায় বাইসাইকেলে বাসের ধাক্কায় হারেজ মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ মোল্যা (৭২) ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
এ সময় তার ব্যবহৃত বাইসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিক্ষার্থীর মৃত্যু
১৭১ দিন আগে
লালমনিরহাটে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
লালমনিরহাটে বাসের ধাক্কায় নুরুজ্জামান নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে সদর উপজেলার বুড়িমারী-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান (৫৮) সদর উপজেলার ঢাকনাই এলাকার মৃত আজমল মুন্সির ছেলে ও চিনি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহেন্দ্রনগর বাজার এলাকায় বুড়িমারী-রংপুর মহাসড়কে পাটগ্রামগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নুরুজ্জামান।
আরও পড়ুন: খুলনায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১
২৯৬ দিন আগে
খুলনায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত
খুলনার ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহত সন্তানের মা।
শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশু ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১
এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে চড়ে তিন আরোহী ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটগামী একটি বাসের নিচে চলে যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়া আহত ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে সিএনজিতে বাসের ধাক্কায় নিহত ২
৩০০ দিন আগে
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কুয়াতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিবুল (৩০) উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
রাজিবুলের বন্ধু ইসতিয়াক মিজান জানান, সকালে মোটরসাইকেলে চড়ে হাটুভাঙ্গা এলাকায় গরু কিনতে যাচ্ছিলেন রাজিবুল। এসময় কুয়াতলা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসবি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নৈশপ্রহরী নিহত
স্থানীয়রা তাকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে কুষ্টিয়ায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি জানান, যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
৩১০ দিন আগে
চট্টগ্রামে বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত
চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২২
নিহতরা হলেন- পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন।
শান্ত সাহা নরসিংদীর কাজল সাহার ছেলে ও তৌফিক হোসেন নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের প্রতিষ্ঠানের দুই ছাত্র নিহত হয়েছে। এর মধ্যে শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও তৌফিকের লাশ এভারকেয়ার হাসপাতালে আছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
৩৬০ দিন আগে
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দিকে উপজেলা সদরে বদলগাছী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
দুর্ঘটনা পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কৃষ্ণ রবিদাস বোনের বাড়িতে যাওয়ার সময় একটি বাস তার অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে শ্রমিক নিহত
নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৩৮১ দিন আগে
মাদারীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
মাদারীপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় আসলে রাস্তা পাড় হবার সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সরিষা খেতে ঘাস বিক্রেতার পোড়া লাশ
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ ঘটনাস্থলে যাবার অনেক আগেই বাস নিয়ে পালিয়ে যায় চালক। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
৪১২ দিন আগে