বাসের ধাক্কা
নাটোরে বাসের ধাক্কায় দুইজন নিহত
নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারুরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভ্যানচালক মোজাম্মেল হক (৪০) ও যাত্রী আখতার হোসেন (৪৮)। তাদের বাড়ি জেলার সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বগুড়া থেকে দক্ষিনাঞ্চলগামী যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি চুর্ণবিচুর্ণ হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পাবনা সীমান্ত থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি।
১০৩ দিন আগে
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার (১০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নিমতলা স্টেশনের সামনে ঢাকামুখী হাইওয়ে লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে রউনত (১৯), মোহাম্মদ লুৎফর (৬০) এবং রায়হান (২৫)-এর অবস্থা গুরুতর।
আরও পড়ুন: পীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত
স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
১১৬ দিন আগে
মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩, আহত ১৫
মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাগর হোসেন (৩০) নামে এক ভ্যানচালক ও রেশমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রবিবার (১৩ জুলাই) দুপুরে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ভ্যানচালক সাগর মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে।
নিহত রেশমা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। তিনি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন— তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) এবং সামিহা (৩০)। তাদের মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, গতকাল (রবিবার) সকালে মাগুরার আলমখালী বাজার থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে হাটগোপালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সাগর ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মহাসড়কের গর্ত এড়িয়ে চলতে গিয়ে ভ্যানটি রাস্তার মাঝখানে উঠে যায়, যার ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এ বিষয়ে রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, রবিবার সকালে মেহেরপুর থেকে যাত্রীবাহী গোন্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসে। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় বাসটিকে পুলিশ আটক করেছে। তাছাড়া, মাগুরা থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মাহবুব।
১৪৪ দিন আগে
বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
ঢাকার বকশীবাজারে মৌমিতা পরিবহনের বাসের ঢাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই পরিবহনের ১০টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী।
বুধবার (৯ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে বাসগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত জহুরুল হক সেলিম (৫২) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতের বাবা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে মৌমিতা পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাতের বাবা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাবি শিক্ষার্থীদের অভিযোগ, মৌমিতা পরিবহনের দুটি বাস যাত্রী তুলতে গিয়ে প্রতিযোগিতা করার সময় দুই বাসের মাঝে পিষ্ট হয় ভুক্তভোগী।
আরও পড়ুন: চকবাজারে দুই বাসের চাপায় পথচারী নিহত
রিফাতের সহপাঠীরা জানান, তিনি পরিবারের বড় ছেলে। তার ক্যান্সারে আক্রান্ত একটা ছোট ভাই আছে, যার বয়স ১৩। রিফাতের বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি তার ছোট ছেলে জুবায়েরের চিকিৎসা ও টাকা সংগ্রহের জন্য ঢাকায় এসেছিলেন।
এর আগে, জুবায়েরের চিকিৎসার জন্য জাবিতে কয়েক দফায় টাকা সংগ্রহের কথাও জানান শিক্ষার্থীরা।
রিফাতের সহপাঠী হাসিবুল হাসান ইউএনবিকে বলেন, ‘আমরা পদার্থবিজ্ঞান বিভাগ রিফাতের বাবার অকালমৃত্যুতে মর্মাহত। রাষ্ট্রের কাছে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করছি। রিফাতের ছোট ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজন্য ঘাতক মৌমিতা পরিবহনের বাস মালিকপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও বাস সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এতে বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মৌমিতা পরিবহনের ১০টি বাস আটক করেছে। দ্রুত সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসুচিতে যাব।’
জব্দ হওয়া একটি বাসের চালক আব্দুল কাদের ইউএনবিকে বলেন, ‘ডেইরি গেইটে যখন আমাদের বাসগুলো আটকাচ্ছিল তার আগ পর্যন্ত কিছুই জানতাম না। পরে জানতে পারলাম, এক ছাত্রের বাবা মারা গেছেন আমাদের একটি বাসের চাপায়, তাই আটকাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমে শিক্ষার্থীরা আমাদের মোবাইল ফোন ও চাবি নিয়েছিল, কিন্তু বিকেল ৫টার দিকে ফোনগুলো ফিরিয়ে দিয়েছে। তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি আর এখন পর্যন্ত টাকাও দাবি করেনি। এগুলো আমাদের বিষয় না। মালিকের সঙ্গে কথা বলে তারা সমস্যা সমাধান করুক।’
মৌমিতা পরিবহনের সাভার অঞ্চলের লাইনম্যান সুমন মিয়া ইউএনবিকে জানান, তাদের মালিক বিশ্ববিদ্যালয়ে এসে প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করবেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধও জানান তিনি।
আরও পড়ুন: মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে, আমাদের একজন শিক্ষার্থীর বাবা ঢাকায় বাসচাপায় নিহত হয়েছেন। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটলেও শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে এখানে বাস আটক করেছে। বাসমালিকদের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ হয়নি। কীভাবে বিষয়টি মীমাংসা করা যায় তা ভাবা হচ্ছে।’
বাস মালিকদের সঙ্গে যোগাযোগ হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কার্যকরী একটা সমাধানে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৪৮ দিন আগে
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার গোকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহাব মিয়া (২৪) রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বালাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। আহত ফুয়াদ (২২) একই এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল ওই দুই মোটরসাইকেল আরোহী। এরপর গোকুন্ডা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঠিচটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওহাব। আর ফুয়াদকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত ২
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের যাত্রীরা রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫২ দিন আগে
স্কুলে যাওয়ার পথই হলো বাবা-মেয়ের শেষ যাত্রা
প্রতিদিনের মতোই আজও মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বের হয়েছিলেন বাবা। কিন্তু কেউ জানত না, এদিন সকালেই শেষ হবে তাদের জীবনের পথচলা। ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় থ্রি-হুইলার উল্টে প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫০) ও তার নবম শ্রেণিপড়ুয়া মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী থানার অন্তর্গত খোশবাজার মাদরাসার কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ও তার মেয়ে রুবাইয়া ঠাকুরগাঁও সদর উপজেলার খুষ্ঠি পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা। রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা আশরাফুল পেশায় একজন থ্রি-হুইলার (স্থানীয়ভাবে পরিচিত ‘পাগলু’) চালক ছিলেন।
স্থানীয়রা জানান, আশরাফুল প্রতিদিন সকালে তার মেয়েকে নিজেই থ্রি-হুইলারে করে স্কুলে পৌঁছে দিতেন, এরপর ওই গাড়ি নিয়ে বের হতেন জীবিকার সন্ধানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সকালে বাবা আশরাফুল তার মেয়েকে নিয়ে থ্রি-হুইলারযোগে স্কুলের উদ্দেশে বের হন। পথে খোশবাজার এলাকার মাদরাসার কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির কোচ তাদের বহনকারী থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক আশরাফুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও প্রাণ হারায়।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৬৩ দিন আগে
ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাক খাদে, চালকের মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে আজহারুল (১৮) নামে এক তরুণ চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া থানার ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজহারুল ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, সকালে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ওসি
১৯২ দিন আগে
চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৩
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থী দুজন আপন ভাই-বোন। অপরজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
এতে আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাস অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজন অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক-যাত্রী নিহত
এ ঘটনায় আহত শিক্ষার্থী হলেন, কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। তিনি নবম শ্রেণির ছাত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি, সড়ক প্রতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
২৬৭ দিন আগে
সাভারে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত
সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল দিকে আরিচা মহাসড়কের বলিয়ারপুর এর এস এন সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বলিয়ারপুরের নগরকোন্ডার ইব্রাহিম, সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও চালক মজিবুর রহমান।
আরও পড়ুন: মৌলভীবাজারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
আহতরা হলেন- শাহাবুদ্দিন ও জলিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
৩৬৭ দিন আগে
নাটোরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় আব্দুস সামাদ নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ (৪০) উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে চালক আব্দুস সামাদ রাস্তায় ছিটকে পড়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এসআই।
৩৯৩ দিন আগে