প্রতিদিনের মতোই আজও মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বের হয়েছিলেন বাবা। কিন্তু কেউ জানত না, এদিন সকালেই শেষ হবে তাদের জীবনের পথচলা। ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় থ্রি-হুইলার উল্টে প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫০) ও তার নবম শ্রেণিপড়ুয়া মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী থানার অন্তর্গত খোশবাজার মাদরাসার কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ও তার মেয়ে রুবাইয়া ঠাকুরগাঁও সদর উপজেলার খুষ্ঠি পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা। রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা আশরাফুল পেশায় একজন থ্রি-হুইলার (স্থানীয়ভাবে পরিচিত ‘পাগলু’) চালক ছিলেন।
স্থানীয়রা জানান, আশরাফুল প্রতিদিন সকালে তার মেয়েকে নিজেই থ্রি-হুইলারে করে স্কুলে পৌঁছে দিতেন, এরপর ওই গাড়ি নিয়ে বের হতেন জীবিকার সন্ধানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সকালে বাবা আশরাফুল তার মেয়েকে নিয়ে থ্রি-হুইলারযোগে স্কুলের উদ্দেশে বের হন। পথে খোশবাজার এলাকার মাদরাসার কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির কোচ তাদের বহনকারী থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক আশরাফুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও প্রাণ হারায়।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩