বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
করিম বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে ব্যবসায়-বাণিজ্য উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রদূত আলোচনা করেছেন।
এ জন্য শেখ হাসিনা সংযোগ ও ব্যবসায় ত্বরান্বিত করতে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ পুনরায় চালু করার ওপর জোর দেন।
দোরাইস্বামী প্রধানমন্ত্রীকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের উদযাপনে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে সফরে আসবেন। দু’দেশের কর্মকর্তারা ভারতের রাষ্ট্রপতির সফর চূড়ান্তের জন্য কাজ করছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এটা একটা বিশেষ বছর। এ বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। ভারতের জন্য বাংলাদেশ খুবই প্রিয় দেশ।’
শেখ হাসিনা বলেন, দু’দেশের ব্যবসায়-বাণিজ্য ও পর্যটনে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে এবং এখন করোনা মোকাবিলায় দু’দেশকে সতর্ক থাকতে হবে।
ভারতের হাইকমিশনার করোনার সময় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর একটি দুর্লভ ছবি সরবরাহ করেন। এছাড়া তিনি একটি পেনড্রাইভ হস্তান্তর করেন যেখানে কিছু অডিও, ভিডিও ও পত্রিকার কাটিং রয়েছে।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলন।
আরও পড়ুন: ভারত ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ নেই: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে: মিয়া সেপ্পো
এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত রেজুলেশন জাতিসংঘে গৃহীত
২ বছর আগে
বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে আমরা সাধ্যমতো কাজ করছি: দোরাইস্বামী
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে আমরা সাধ্যমতো কাজ করছি।
তিনি বলেন, ‘সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে অনেক বেশি চাহিদা রয়েছে। সবাই কাজ করছে কিভাবে ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারে আমরা সাধ্যমতো কাজ করছি। এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে। আমরা কতটুকু সহযোগিতা করতে পারি তা দেখুন।’
আরও পড়ুন: টিকা নেয়ার পর আক্রান্ত হলেও স্বাস্থ্যঝুঁকি কম: গবেষণা
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভ্যাকসিনের কারণে দু’দেশের সম্পর্কে ভাটা পড়বে কি না এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, বর্তমানে ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোন দেশ তা পায়নি। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেয়ার ব্যাপারে কাজ করছি।
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই লাখের বেশি করোনা শনাক্ত
তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক সব সময়ই একটি বিশেষ সম্পর্ক। এমনকি এই করোনা মহামারির মধ্যেও ভারত-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে।
বিক্রম দোরাইস্বামী বলেন, বর্তমানে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে রয়েছি। আশা করি রমজান মাসে ইতিবাচক মানসিকতা নিয়ে একসাথে প্রার্থনা করবো আমরা। আমরা সবাই এই সংকট (কোভিড-১৯) থেকে বেরিয়ে আসতে পারব।
আরও পড়ুন: 'জনসন অ্যান্ড জনসন'-র করোনাভাইরাসের টিকা কিনবে না অস্ট্রেলিয়া
হাইকমিশনার আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড় ঢেউ। ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সংকট সমাধানে একসাথে কাজ করছি। দেখা যাক, দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এসময় তার স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী সঙ্গে ছিলেন।
এর আগে বিক্রম দোরাইস্বামী দিল্লি থেকে বিমানযোগে আগরতলা এসেছে পৌঁছান। ৪ দিনের ছুটি কাটিয়ে সেখান থেকে সড়ক পথে আগরতলা চেকপোস্টে আসেন। চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
৩ বছর আগে
২০২১ সালে ব্যাপক দ্বিপক্ষীয় কার্যক্রমের সাক্ষী হবে ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিপুল সংখ্যক দ্বিপক্ষীয় কার্যক্রমের সাক্ষী হবে যা দু’দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
৩ বছর আগে
মুজিববর্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করল ভারত
মুজিববর্ষ উপলক্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেছে ভারতীয় হাইকমিশন।
৩ বছর আগে
অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ বাংলাদেশের দুর্গাপূজা: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের দুর্গাপূজা অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার আদর্শ উদাহরণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
৪ বছর আগে
বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু: নতুন হাইকমিশনার দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে আমরা বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’
৪ বছর আগে
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী।
৪ বছর আগে