বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হাবিল (৩০) উপজেলার শাহবাজপুর ইউপির মোল্লাটোলা গ্রামের বেলালের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্ত দিয়ে হাবিলসহ ৬ থেকে ৭জন বাংলাদেশি ‘চোরাকারবারি’ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে হাবিল গুলিবিদ্ধ হলে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে আসে। এরপর হাবিলের স্বজনরা হাবিলকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: যশোরে বাঁওড় দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউসার হাসান বলেন, ‘শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে হাবিলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজরা। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্ত দিয়ে ৬ থেকে ৭জন বাংলাদেশি ‘চোরাকারবারি’ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা ২ থেকে ৩ রাউন্ড গুলি চালায়। এতে হাবিল গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো জুলাই অভ্যুত্থানে আহত সাতজনকে
৫৮ দিন আগে
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি গোপনে রংপুরে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আহত শহিদুল ইসলাম (৪০) ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের চার থেকে পাঁচজনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়।
এ সময় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় শহিদুল গরু নিয়ে ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে তার পায়ে গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে রাতেই রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সেখানে গোপনে চিকিৎসাধীন রয়েছেন।
কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আহত গরু ব্যবসায়ী (ডাঙ্গোয়াল) ছিলেন। এ ঘটনায় রবিবার (১৩ জানুয়ারি) সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি।’
৭০ দিন আগে
পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
যশোরে সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে আমজেদ আলী নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
আহত আমজেদ আলী পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।
তার ভাই আমের আলী বলেন, আমার ভাই গতকাল সন্ধ্যা নাগাদ পুটখালী চরের মাঠে যায় এবং সেখানে বিএসএফের গুলিতে বিদ্ধ হয়।
এ অবস্থায় আমজেদ পালিয়ে বাড়িতে গেলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
খুলনা ২১ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম বলেন, বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহত যুবকের বাড়িতে লোক পাঠিয়েছি। তারা কেউ বাড়িতে নেই।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন: পাবনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ১০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
৩১৫ দিন আগে
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত মিলন ইসলাম উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে বসবাস করেন।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
এলাকাবাসীর বরাতে বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে ৪-৫ জনের একটি দল গরু আনার জন্য জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫নং পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত ভারতের কোচবিহার জেলার ১০০বিএসএফ ব্যাটালিয়ন পদ্না ক্যাম্পের টহলদল তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে মিলন ইসলাম কোমরে গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক তৌহিদ জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
১৩৯৯ দিন আগে
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ
ঠাকুরগাঁও, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে রবিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২০০৩ দিন আগে