ঠাকুরগাঁও, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে রবিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত মো. দুলাল (৩০) উপজেলার চড়ুইগাতি গ্রামের মো. সবরাতুরের ছেলে।
স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা জানান, ভারত থেকে গরু আনার চেষ্টাকালে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত ফাঁড়ির ৩৭৯/৭ নম্বর সীমানা পিলারের আনুমানিক ৫০ গজ ভেতরে ভারতীয় এলাকায় ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের টহল দল দুলালকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুলাল আহত অবস্থায় সীমান্ত পার হয়ে পালিয়ে আসে। বর্তমানে দুলাল রংপুরে এক ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
তবে বিজিবি জানায়, তারা এ ঘটনা সম্পর্কে নিশ্চিত নয়। তবে এই ঘটনা সম্পর্কে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।