ঈদগাহ
মাগুরায় ঈদের নামাজ আদায়ে প্রস্তুত ৪৬৪টি ঈদগাহ
মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৪৬৪টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। জেলায় প্রধান জামাত সকাল ৮টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।
জামাত পরিচালনা করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান। এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ শহরের গণমান্য ব্যক্তিরা।
মাগুরা পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে নামাজ আদায় করবেন মাগুরা ১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর।
এছাড়া মাগুরা মডেল মসজিদে, পৌর গোরস্থান মসজিদ, জজকোর্ট মসজিদ, মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মাগুরার পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, পুলিশ লাইনের পুলিশ সদস্য এবং এলাকাবাসী এ জামাতে নামাজ আদায় করবেন।
আরও পড়ুন: সিলেটে কখন কোথায় ঈদের জামাত
এছাড়া জেলা জজ কোর্ট মসজিদ,সরকারি কলেজ জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, মুন্সীপাড়া ঈদগাহ ময়দানসহ জেলার শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলাসহ সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
৪৬৪টি ঈদগাহ ময়দানের মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৮টি, শ্রীপুর উপজেলায় ৮২টি, মহম্মদপুর উপজেলায় ১১২টি এবং শালিখা উপজেলায় ৪২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। তবে বৃষ্টি হলে জেলার ৭৩০টি গ্রামের প্রায় ২৩০০টি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এলাকাবাসী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাগুরা জেলা পুলিশেরর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
৮ মাস আগে
শোলাকিয়ায় এ বছরও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদুল আজহার জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ঈদগাহে। ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ট্রেন সকালে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। সকাল ৯টার আগেই ঈদগাহ লোকে লোকারণ্য হয়ে পড়ে।
ঈদের জামাতে ইমামতি করেন মারকায মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।
এ বছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম জামাত অনুষ্ঠিত হয়।
প্রথা অনুযায়ী, জামাত শুরুর আগে গান স্যালুট দেওয়া হয়। খুতবা শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ শোলাকিয়া এক্সপ্রেস-১ ও শোলাকিয়া এক্সপ্রেস-২ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে।
আরও পড়ুন: বর্ষার বৃষ্টির মধ্যদিয়ে বাংলাদেশের মুসলমানদের ঈদুল আজহা উদযাপন
১ বছর আগে
জৈন্তাপুরে ঈদগাহে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া লাইন স্পর্শে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু হাসান উদ্দিন (১০) দরবস্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামামহাইল গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে মসজিদের সন্নিকটে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন ছিঁড়ে পড়েছিল ৷
আরও পড়ুন: বগুড়ায় পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
শিশুটি ঈদের দিনে মসজিদে যাওয়ার পথে কোন কিছু বুঝে ওঠার আগে বিদ্যুৎ লাইনটি স্পর্শ করলে ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু হয়৷
স্থানীয় এলাকাবাসী ও নিকট আত্মীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শিশুর পিতা রহিম উদ্দিন বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে লাইন ছেঁড়ে পড়ে৷ কিন্তু আজ আনন্দের দিন এভাবে ছেলেকে হারব কল্পনা করতে পারিনি৷
আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব৷
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম পার্থ চক্রবর্তী বলেন, সকাল অনুমান ৮টা ৯ মিনিটের সময় খবর পাই একটি লাইন ছিঁড়ে পড়ে যায়৷ তাৎক্ষনিক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্দ করে দেওয়া হয়েছে৷ পরবর্তীতে ছেঁড়া লাইন মেরামত করা হয়েছে৷
নিহত পরিবারকে আপনাদের অফিসে পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা করা হয়েছে কিনা কিংবা করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, এরকম সহযোগিতা করার সুযোগ আমাদের নেই।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিদ্যুৎ স্পর্শ করে একটি শিশুর মৃত্যু খবর পেয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সুরতহাল তৈরী করি৷ এলাকাবাসীর অনুরোধে শিশুটির লাশ জেলা প্রশাসকের অনুমিতে স্বজনরা নিয়ে যায়৷
তবে এঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
বিদ্যুতায়িত হয়ে একই কারখানার ২ শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু আনবেন না: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে যোগদানের সময় মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে আসতে বলেছেন।
রবিবার ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে জামাতের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ঈদের প্রধান জামাতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।
আরও পড়ুন: ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে
তিনি আরও বলেন, এ বছর ঢাকা জুড়ে ছোট-বড় মসজিদ, ঈদগাহে এক হাজার ৪৬৮টি ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরুর আগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পুরো এলাকা ঝাড়ু দেবে এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে।
চেকিংয়ের মধ্য দিয়ে যেতে সময় লাগবে বলে ডিএমপি কমিশনার নির্ধারিত সময়ের আগে মুসল্লিদের ঈদগাহে জামাতে আসার অনুরোধ জানান।
প্রতিকূল আবহাওয়ায় ও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত
২ বছর আগে
দুই বছর পর মুসল্লিদের পদচারণায় মুখর হবে শোলাকিয়া
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর পর আবারও মুসল্লিদের পদচারণায় মুখরিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে দুই তৃতীয়াংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি। এবার চার স্তরে নিরাপত্তা বলয়ের বেষ্টনী থাকবে। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে শোলাকিয়া ঈদগাহ মাঠ।
জানা যায়, ১৭৫০ সাল থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। সেই হিসাব অনুযায়ী শোলাকিয়া ঈদগাহের বয়স ২শ’ ৭১ বছর। প্রতিষ্ঠার ৭৮ বছর পর ১৮২৮ সালে প্রথম বড় জামাতে এই মাঠে একসঙ্গে ১ লাখ ২৫ হাজার অর্থাৎ সোয়ালাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এই সোয়ালাখ থেকে এ মাঠের নাম হয় ‘সোয়ালাখিয়া’, যা উচ্চারণ বিবর্তনে হয়েছে শোলাকিয়া। কিশোরগঞ্জের ঐতিহ্যের প্রতীক শোলাকিয়া ঈদগাহ স্থান করে আছে মানুষের হৃদয়ে। স্থানীয় হয়বতনগর সাহেব বাড়ির ঊর্ধ্বতন পুরুষ শাহ সুফি সৈয়দ আহমদ (র.) ওই জামাতে ইমামতি করেন।
সর্বশেষ ১৯২তম জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মো. ফরীদ উদ্দীন মাসউদ।
শোলাকিয়ার এ ঐতিহ্যবাহী ঈদগাহটি প্রতিষ্ঠা করেন কিশোরগঞ্জ শহরের হয়বতনগর জমিদার বাড়ির লোকজন। বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈশাখাঁ’র ৬ষ্ঠ বংশধর হয়বতনগরের জমিদার দেওয়ান মান্নান দাদ খান তার মায়ের অসিয়াত মোতাবেক ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহের জন্য ৪.৩৫ একর জমি ওয়াক্ফ করেন। সেই ওয়াক্ফ দলিলে উল্লেখ রয়েছে, ১৭৫০ সাল থেকে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
কিশোরগঞ্জ মৌজার এ মাঠের মূল আয়তন বর্তমানে ৬.৬১ একর। চারপাশে অনুচ্চ প্রাচীর ঘেরা শোলাকিয়া ঈদগাহ মাঠে মোট ২৬৫টি কাতার রয়েছে যেখানে একসঙ্গে দেড় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া মাঠে স্থান সংকুলান না হওয়ায় ঈদগাহ সংলগ্ন খালি জায়গা, রাস্তা এবং নিকটবর্তী এলাকায় দাঁড়িয়ে সমসংখ্যক মুসল্লি এ বৃহত্তম ঈদজামাতে শরিক হন।
পড়ুন: ঈদকে সামনে রেখে কক্সবাজারে ৫০ শতাংশ হোটেল আগাম বুকিং
প্রতি বছরই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহ পরিণত হয় মুসলিম সম্প্রদায়ের মহামিলন কেন্দ্রে। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধনী-গরীব নির্বিশেষে। সবার উদ্দেশ্য একটাই, যেন কোন অবস্থাতেই হাত ছাড়া হয়ে না যায় জামাতে অংশগ্রহণ, আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে এক নতুন সমাজ গড়ার শিক্ষা নিয়েই জামাত শেষে বাড়ির পথে শোলাকিয়া ছাড়েন তাঁরা।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এবারের জামাতে জায়নামায ও মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। নিরাপত্তা জোরদারে মোবাইল নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা থধাকবে। শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ড্রোন ক্যামেরাসহ ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও মাঠে ওয়াচ টাওয়ার স্থাপন এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে। এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, শোলাকিয়া ঈদগাহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চার স্তরের নিরাপত্তা বলয়ে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।
পড়ুন: ঈদে পরিবহন খাতে ‘নৈরাজ্যের’ আশঙ্কা আরএসএফের
২ বছর আগে
ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে
ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা ফের দিল ধর্ম মন্ত্রণালয়
জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি
২ বছর আগে
চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে পরিত্যাক্ত অবস্থায় চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা রামনগর ঈদগাহ মাঠ এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৫৭ লাখ বিশ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৮ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় রামনগর ঈদগাহ মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় চার কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের চারটি বড় স্বর্ণের বার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
১ বছর আগে অপহৃত রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার, আটক ৩
২ বছর আগে
ঈদের জামাত কাছের মসজিদে আদায়ের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
করোনাভাইরাস কারণে জনস্বাস্থ্য বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত ঈদগাহ ও উন্মুক্ত স্থানের পরিবর্তে কাছের মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
৪ বছর আগে