মাগুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৪৬৪টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। জেলায় প্রধান জামাত সকাল ৮টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।
জামাত পরিচালনা করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হাবিবুর রহমান। এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ শহরের গণমান্য ব্যক্তিরা।
মাগুরা পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে নামাজ আদায় করবেন মাগুরা ১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর।
এছাড়া মাগুরা মডেল মসজিদে, পৌর গোরস্থান মসজিদ, জজকোর্ট মসজিদ, মাগুরা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মাগুরার পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, পুলিশ লাইনের পুলিশ সদস্য এবং এলাকাবাসী এ জামাতে নামাজ আদায় করবেন।
আরও পড়ুন: সিলেটে কখন কোথায় ঈদের জামাত
এছাড়া জেলা জজ কোর্ট মসজিদ,সরকারি কলেজ জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, মুন্সীপাড়া ঈদগাহ ময়দানসহ জেলার শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলাসহ সর্বত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
৪৬৪টি ঈদগাহ ময়দানের মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৮টি, শ্রীপুর উপজেলায় ৮২টি, মহম্মদপুর উপজেলায় ১১২টি এবং শালিখা উপজেলায় ৪২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। তবে বৃষ্টি হলে জেলার ৭৩০টি গ্রামের প্রায় ২৩০০টি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন এলাকাবাসী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাগুরা জেলা পুলিশেরর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়