স্ত্রী দগ্ধ
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সিলেট জেলার জাহানারা ও তার স্বামী বরিশাল জেলার শামীম মিয়া। তারা স্থানীয় আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে। পরে এগিয়ে গিয়ে দেখতে পাই আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘরে আগুন।
আরও পড়ুন: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ সিসিকের ৫ শ্রমিক
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ঘরে থাকা শামীম মিয়া ও তার স্ত্রী জাহানারার শরীরের অনেক অংশ পুড়ে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে ঢাকায় স্থানান্তর করেন।
বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সিএনজি স্টেশনে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
ঢাকার দোহারে অগ্নিসংযোগে একই পরিবারের ৫ জন দগ্ধ
১০ মাস আগে
যশোরে সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রী দগ্ধ
জেলার ঝিকরগাছা উপজেলার নওদাগ্রামে শনিবার রাতে সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন রিনা বেগম (৪০) নামে এক নারী।
৪ বছর আগে