পুড়ে গেছে
গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১৮টি ঘর
গাজীপুরের শ্রীপুরে আগুনে বসতবাড়ির ১৮টি টিনশেড ঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা মালামালও পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৫টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের কয়েস মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড হয়।
তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক কয়েস মিয়া জানান, মাওনা উত্তরপাড়া গ্রামের ২৪টি টিনশেড ঘর স্থানীয় পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল।
বৃহস্পতিবার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরগুলো পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি।আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ: মিরপুরে পুলিশবক্সে আগুন দিয়েছে চালকরা
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানার নিজস্ব ব্যবস্থাপনা থেকে পানি সরবরাহ করা হয়। তাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘর ভাড়া নেওয়া শ্রমিকরা কারখানায় ডিউটিরত থাকায় আগুনে বসত ঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ বসত ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। কোন মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, বসতবাড়িতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর
২৯৯ দিন আগে
বারডেম হাসপাতালে আগুন, মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডায়াবেটিস (বারডেম) হাসপাতাল-২ এর দ্বিতীয় তলায় বৃহস্পতবার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১৭৩৫ দিন আগে
সুনামগঞ্জে আগুনে পুড়ে গেছে বসতঘর
সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎ লাইন থেকে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর ও বিপুল পরিমাণ কৃষিপণ্য আগুনে পুড়ে গেছে।
২০০৫ দিন আগে