ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১১টা ২২ মিনিটের দিকে ১৪-তলা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে গিয়ে ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় আড়াই লাখ টাকার মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
অপর একটি ঘটনায়, বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ৮ মিনিটিরে দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা আগুনে পাঁচ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন।