বই মেলা
বই মেলা, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস উদযাপন করতে আসা ছাত্রছাত্রীদের মধ্যে অমর একুশে বইমেলা ২০২৩ উৎসব আনন্দকে দ্বিগুণ করেছে।
ঢাবি এলাকায় সকাল থেকেই ছাত্রছাত্রী, ধর্ম-বর্ণ নির্বিশেষে বর্ণিল পাঞ্জাবি ও শাড়ি পরে জড়ো হতে শুরু করে। কাছেই বাংলা একাডেমিতে প্রতি বছরের মতো এবারও বই মেলা হচ্ছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপনের জন্য ঢাবি ক্যাম্পাসে ঘুরতে আসারা বই মেলাতেও ঢু মারে।
বকুল তলায় ঢাবির চারুকলা অনুষদের বসন্ত উৎসব উদযাপন কমিটির বিশাল আয়োজনের পাশাপাশি ঢাবি এলাকায় ঐতিহাসিক বটতলায় 'সমগীত বসন্ত উৎসব', রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঋতু রাজ বসন্তকে স্বাগত জানাতে ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদ ‘সঙ্গীত উৎসব’ এর আয়োজন করে।
বিশেষ দিনটি উপলক্ষে দর্শনার্থীদের চাহিদা মেটাতে ক্যাম্পাস এলাকার প্রায় সর্বত্র ফুল ও খাবারের ভ্রাম্যমাণ দোকান ছিল।
এছাড়া ফুলের দোকানগুলোতে লাল গোলাপ শোভা পাচ্ছিল।
ক্যাম্পাসের ব্যস্ত এলাকায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করা এগারো বছরের ছেলে আবিদ জানায়, সকালে রাজধানীর মৌচাক থেকে এই এলাকায় আসে ভালো লাভের আশায়।
সে বলে, বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এখানে দিবসটি পালন করতে এসেছে। তাই আমার মা আমাকে এখানে ফুল বিক্রি করতে পাঠিয়েছেন।
এছাড়া অনেকেই আমার কাছ থেকে ফুল কিনেছে। সকাল থেকে আমি প্রায় ৮০০ টাকার ফুল বিক্রি করেছি।
প্রিয়জনের সঙ্গে দিনটি উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকাদের জন্য গোলাপ ও তোড়ার বিশাল মজুদ নিয়ে ফুল বিক্রেতারাও এই দিবেসের অপেক্ষায় থাকেন।
আরও পড়ুন: ২০২২ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ মডেল
এদিকে শাহাবাগ মোড়ের ফুলের দোকানগুলোতে দেখা গেছে বিক্রেতাদের ব্যস্ততা ও ক্রেতাদের ভিড়।
অন্যদিকে, সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে পহেলা ফাল্গুন উদযাপনের অন্যতম স্থান নির্ধারণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পহেলা ফাল্গুন পালন করতে আসা মানুষদের মধ্যে অমর একুশে বইমেলা ২০২৩ একটি বাড়তি উৎসবের মেজাজ যোগ করেছে।
ফলে শুধু বইমেলায় আসা অধিকাংশ দর্শনার্থী পহেলা ফাল্গুনের অনুষ্ঠানেও যোগ দেন।
১ বছর আগে
একুশে বইমেলার শিকড়ের সন্ধান
বাঙালি জাতির আত্মপরিচয়ের ক্ষেত্রে বাংলা ভাষা সবসময়ই অগ্রগণ্য ভূমিকা রেখেছে। অমর একুশে বইমেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়।
এটি দেশের বৃহত্তম বইমেলা, যেখানে প্রকাশকরা বিভিন্ন ধারায় লেখা মুদ্রিত বই প্রদর্শন ও বিক্রি করেন।
এই মেলা পাঠকদের জন্য তাদের প্রিয় লেখক, কবি, ঔপন্যাসিক ও প্রকাশকদের সঙ্গে মুখোমুখি দেখা করার দুর্দান্ত সুযোগ করে দেয়। পাঠকদের বই পড়তে ও কিনতে উৎসাহিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিবেশন করার পাশাপাশি বইমেলা মাসব্যাপী একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে– যা বাংলাদেশের বৈচিত্র্যকে তুলে ধরে।
অমর একুশে বইমেলার ইতিহাসের শিকড় অনুসন্ধান করা যাক-
চিত্তরঞ্জন সাহা
বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি মাঠ থেকে বইমেলা শুরু হয়। চিত্তরঞ্জন সাহা ১৯২৭ সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকার বাংলাবাজারে অবস্থিত তার প্রকাশনা সংস্থা পুঁথিঘর প্রকাশনী ১৯৭১ সালে পুড়িয়ে দেয়া হয়। চিত্তরঞ্জন সাহা ২৬ মার্চের পর ঢাকা ছেড়ে যান। তিনি আগরতলায় আশ্রয় নেন এবং তারপরে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় চলে আসেন।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অনেক বিশিষ্ট লেখক, শিল্পী, সাংবাদিককে শরণার্থী হিসেবে কলকাতায় থাকতে হয়েছিল।
সেই সময়কালে চিত্তরঞ্জন কলকাতায় বসবাসরত কয়েকজন বিশিষ্ট সাহিত্যিকের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করেন। তারা বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ওপর হওয়া অন্যায় ও যুদ্ধ নিয়ে লেখার ও তা প্রকাশ করার সিদ্ধান্ত নেন। এভাবেই মুক্তধারার জন্ম হয়।
১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমি ভবনের সামনে গাছের নিচে একটি মাদুর বিছিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় ৩২টি (কিছু সূত্র অনুসারে ৩৩টি) বই প্রদর্শন করেন।
যদিও চিত্তরঞ্জন সাহা প্রথমদিককার উদ্যোক্তা হিসেবে বইমেলার সূচনা করেছিলেন, তবে কিছু সূত্র অনুসারে তিনিই প্রথম ব্যক্তি নন যিনি ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই বিক্রি শুরু করেছিলেন। স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজামী রাশিয়ান বই প্রদর্শন শুরু করেন। এই বইগুলো তাদের সমৃদ্ধ বিষয়বস্তু এবং সাশ্রয়ী মূল্যের জন্য সেসময়ে খুব জনপ্রিয় ছিল।
আরও পড়ুন: দুই বছর পর ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে বইমেলা
বাংলাদেশে প্রথম বইমেলার পেছনের ইতিহাস
চিত্তরঞ্জন সাহা একুশের বইমেলার প্রবর্তক হিসেবে স্বীকৃত হলেও বইমেলার শিকড় আরও গভীরে প্রোথিত।
তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় ১৯৬৫ সালে।
উদ্যোগটি নিয়েছিলেন সরদার জয়েনউদ্দীন। তিনি ১৯১৮ সালে পাবনায় জন্মগ্রহণ করেন।১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারের নিচতলায় কিছু শিশুতোষ বই প্রদর্শন শুরু করেন। তখন তিনি শিশুদের বই নিয়ে ইউনেস্কোর একটি প্রকল্পে কাজ করছিলেন।
১৯৭০ সালে জয়েনউদ্দীন নারায়ণগঞ্জ ক্লাবের সহযোগিতায় নারায়ণগঞ্জে একটি বইমেলার আয়োজন করেন।
ইউনেস্কো ১৯৭২ সালকে ‘আন্তর্জাতিক বই বর্ষ’ ঘোষণা করায়, ডিসেম্বরে জয়েনউদ্দীন বাংলা একাডেমিতে বইমেলার আয়োজনের উদ্যোগ নেন। এরপর থেকে বাংলা একাডেমি বইমেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়।
একুশে বইমেলার যাত্রা
চিত্তরঞ্জন সাহা আরও কয়েক বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে বই প্রদর্শন ও বিক্রি চালিয়ে যান। ১৯৭৬ সালে বই বিক্রির এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য প্রকাশকরা একত্র হন এবং এতে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলা একাডেমি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়।
আশরাফ সিদ্দিকী সে সময় বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন এবং বইমেলার সঙ্গে একাডেমির যুক্ত হওয়ার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা ছিল। এরপর ধীরে ধীরে বাংলা একাডেমির আয়োজক সমিতি বইমেলাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।
১৯৭৯ সালে বাংলা একাডেমির প্রাঙ্গণে ‘বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি’ (চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত) এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বইমেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এবার একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি
১ বছর আগে
ইবিতে ২১ ফেব্রুয়ারি থেকে ৩ দিনের বই মেলা শুরু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বই মেলা।
৪ বছর আগে
বাংলা একাডেমির ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (ইউএনবি)- অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি।
৫ বছর আগে
‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’ শুক্রবার শুরু
ঢাকা, ৩১ জানুয়ারি (ইউএনবি)- বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’ শুক্রবার শুরু হবে।
৫ বছর আগে
শুক্রবার ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা, ৩১ জানুয়ারি (ইউএনবি)- বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’ শুক্রবার শুরু হবে।
৫ বছর আগে
বইমেলায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার
ঢাকা, ৩১ জানুয়ারি (ইউএনবি)- বাংলা একাডেমি আয়োজিত শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী একুশে বইমেলা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
৫ বছর আগে