পানিতে পড়ে
ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে গর্তে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ (১২) এবং একই এলাকার (প্রবাসী) রুপচাঁনের মেয়ে ও নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার (১০)। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার সকালে জুনায়েদ ও তাহমিনা ঝড়ো বাতাসে বাড়ির পাশে আম কুড়াতে যায়। আম কুড়াতে গিয়ে তাহমিনা একটি গর্তে পরে পানির সঙ্গে ভেসে যায় এটি দেখে জুনাইদ তাকে বাঁচাতে এগিয়ে যায়। এক পর্যায়ে জুনায়েদ ও তাহমিনা পানিতে তলিয়ে যায়।
এ সময় সঙ্গে থাকা অপর শিশুটি বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন এসে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে।
পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
৬ মাস আগে
পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
জেলার বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় বুধবার সকালে ক্ষেতের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে