লতিফ সিদ্দিকী
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার(২৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
পড়ুন: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ঢাবি শিক্ষক ডিবি হেফাজতে
গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’।
জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এলে তাকে ঘিরে ফেলে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
গোলটেবিল বৈঠকের অংশগ্রহণকারীদের ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে ডিবি পুলিশ এসে তাদের নিয়ে যায়। রাতে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে একটি মামলাটি করে।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার।
৯৭ দিন আগে
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ঢাবি শিক্ষক ডিবি হেফাজতে
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ (কার্জন) বেশ কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ব্যাপক উত্তেজনার পর তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও সাবেক আমলারা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল আজকের (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
আলোচনায় প্রথম বক্তা হিসেবে ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের সংবিধান ছুড়ে ফেলার পাঁয়তারা চলছে। এর পেছনে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন।’
প্রত্যক্ষদর্শীদের মতে, শেখ হাফিজুর রহমানের বক্তব্য চলাকালে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল ব্যক্তি ডিআরইউ’র শফিকুল কবির অডিটোরিয়ামে প্রবেশ করেন। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ে যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন।
পড়ুন: মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার
একপর্যায়ে ‘জুলাই যোদ্ধারা’ গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন।
এরপর দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের (ডিএমপি) একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ বেশ কয়েকজনকে তুলে দেয়।
লতিফ সিদ্দিকী ১৯৭০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ছয়বার টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালের শেষের দিকে এক বিরূপ মন্তব্যের জন্য নিজ দল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন ও মন্ত্রিত্ব হারান। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করেছিলেন।
সবশেষ ৭ জানুয়ারি ২০২৪ সালে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন।
৯৮ দিন আগে
অন্যের কাছে ভুল মনে হলেও যা ঠিক মনে করি তাই বলি: লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘উত্তাপ ছড়ানো তার উদ্দেশ্য নয়, বরং তিনি যা সঠিক মনে করেন, তাই বলেন।’
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরও পড়ুন: আটকে গেল লতিফ সিদ্দিকীর জামিন
তিনি আরও বলেন, তিনি প্রাসঙ্গিক বিষয়ের বাইরে যান না।
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি যা সঠিক মনে করি তাই বলি, যা অন্যদের কাছে ভুল মনে হলেও। এর বাইরে আমি কিছু বলছি না।
‘আমি শুধু উত্তাপ বাড়াতে চাই না।’
আরও পড়ুন: লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলা স্থগিতের আদেশ আপিল বিভাগে বহাল
লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই
৬৯৪ দিন আগে
লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলা স্থগিতের আদেশ আপিল বিভাগে বহাল
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বৃহস্পতিবার বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১৯৬৭ দিন আগে