মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী অনেক দেশে উপনিবেশবিরোধী সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন: ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো বর্তমান সময়ের কিছু জরুরি সমস্যার সমাধানে মহাত্মা গান্ধীর সহাবস্থানের দর্শন এবং প্রকৃতি মাতার প্রতি শ্রদ্ধা অত্যন্ত প্রাসঙ্গিক।
ভারতীয় হাইকমিশন বুধবার (২ অক্টোবর) মহাত্মা গান্ধীর (গান্ধীজয়ন্তী) ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
তিনি বলেন, মহাত্মা গান্ধীসহ ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস এই আয়োজন।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
হাইকমিশনার বলেন, ‘মহাত্মা গান্ধী কেবল ভারতের স্বাধীনতা আন্দোলনকেই সংগঠিত করেননি, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে উপনিবেশবিরোধী সংগ্রামকেও অনুপ্রাণিত করেছিলেন।’
হাইকমিশনার বলেন, শান্তি, অহিংসা, সহনশীলতা ও বোঝাপড়ার প্রতি গান্ধীর অটল বিশ্বাস; যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় যেমন প্রাসঙ্গিক ছিল, আজও তেমনই প্রাসঙ্গিক।
ভার্মা বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় প্রতি বছর তার জন্মবার্ষিকী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে। এটি গান্ধিজির আদর্শ ও মূল্যবোধের সার্বভৌমত্বের প্রতি স্বীকৃতি। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন- সন্ত্রাসবাদ মোকাবিলায় তার শিক্ষার প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট করে।’
তিনি বলেন, আজকের এই উদযাপন ভারতের দীর্ঘদিনের বিশ্বাসেরও দৃঢ় প্রতিশ্রুতি। কোনো কারণেই হিংসাত্মক ঘটনাকে ন্যায্যতা দেওয়া যায় না এবং মানবতাবাদ সর্বদা বিজয়ী হবে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের অংশীদারিত্বের ভবিষ্যৎ কার্যকর বহুমুখী সংযোগে নিহিত: প্রণয় ভার্মা
১ মাস আগে
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন ইউজিসি সদস্য ড. আবু তাহের
দেশের আর্থিক সেবায় বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩’ পেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের দুইজন কর্মকর্তা সোমবার (১৩ মার্চ) অধ্যাপক ড. মো. আবু তাহেরের হাতে এ সম্মাননা পদক তুলে দেন।
এছাড়াও তাকে ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট দেয়া হয়।
আরও পড়ুন: গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু
এসময় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক ড. মো.আবু তাহের ২০২০ সালের সেপ্টেম্বরে ইউজিসিতে যোগ দেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন।
এছাড়া তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জীবন বীমা করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।
দেশ-বিদেশে অধ্যাপক ড. মো. আবু তাহেরের ১০৭টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ব্যবসায় প্রশাসন বিষয়ক ১৫টি গ্রন্থ অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে পঠিত হচ্ছে।
আরও পড়ুন: গুসি শান্তি পুরস্কার পেলেন ডা. দীপু মনি
বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তব: ট্রুডো
১ বছর আগে
মহাত্মা গান্ধীর মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাত্মা গান্ধীর মূল্যবোধ স্মরণ এবং একটি উন্নত, আরও শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার জন্য সংস্কৃতি ও সীমানা পেরিয়ে বিশ্বকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘আসুন আমরা এই পথে একসাথে, সংহতিতে, এক মানব পরিবার হিসাবে হাঁটি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অহিংস দিবস শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবেই পালন না করে বরং শান্তির প্রতি তার মূল্যবোধ, শ্রদ্ধা, বিশেষ মর্যাদা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে৷’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে বর্ধিত তহবিল চায় ঢাকা: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী
গুতেরেস বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের বিশ্ব সেই মূল্যবোধগুলো মেনে চলছে না।’
তিনি বলেন, বিশ্ব ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘দারিদ্র্য, ক্ষুধা এবং গভীরতর বৈষম্য। কুসংস্কার, বর্ণবাদ এবং ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য। এবং একটি নৈতিকভাবে দেউলিয়া বিশ্ব আর্থিক ব্যবস্থা যা দারিদ্র্য এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পুনরুদ্ধারকে বাধা দেয়।
জাতিসংঘ প্রধান জনগণের স্বাস্থ্য, শিক্ষা, উপযুক্ত চাকরি এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগের ওপর জোর দেন।
তিনি উন্নয়নশীল দেশগুলোকে সহয়াতা করার গুরুত্ব তুলে ধরে বলেন, তারা স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনসংখ্যাকে রক্ষা করে। একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তরকে ত্বরান্বিত করে।
জাতিসংঘ প্রধান বলেন, গান্ধীর জীবন এবং উদাহরণ আরও শান্তিপূর্ণ এবং সহনশীল বিশ্বের জন্য একটি চিরন্তন পথ নির্দেশ করে।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে সদস্য দেশগুলোকে তাগিদ দিয়েছে জাতিসংঘ: স্বাস্থ্যমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে বিশ্ব শান্তির ওপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী: মোমেন
২ বছর আগে
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজঘাটে ভারতের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধীর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার চিহ্ন হিসাবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। এরপর সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।
রাজঘাট হল যমুনা নদীর তীরে অবস্থিত একটি স্মৃতিসৌধ, যা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছে।
আরও পড়ুন: নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ পরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেন শেখ হাসিনা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ
মহাত্মা গান্ধীর জন্মদিন: বেনাপোলে বাণিজ্য কার্যক্রম বন্ধ
২ বছর আগে
গান্ধীজীর জীবন এবং বাণী আজও প্রাসঙ্গিক: দোরাইস্বামী
মহাত্মা গান্ধীজীর জীবন এবং তার বাণী আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শনিবার নোয়াখালীতে গান্ধী আশ্রম ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে গান্ধী মেমোরিয়াল হাইস্কুল ক্যাম্পাসে আয়োজিত 'অহিংসা, সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধীকে স্মরণ' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন হাইকমিশনার।
মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালন করা হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে. আব্দুল মোমেন ও ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, মিস অ্যারোমা দত্ত, এমপি, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী মি. টুয়োমো পুটিআইনেন এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশিষ্ট ভারতীয় ব্যক্তিদের সাথে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতার কথা স্মরণ করলেন দোরাইস্বামী
আনিসুল হক, ড. আবদুল মোমেন এবং হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সদ্য সংস্কারকৃত গান্ধী স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।
গান্ধী আশ্রম ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত অনন্য এই জাদুঘর সংস্কারে সহায়তা করেছে ভারত সরকার। অতিথিরা গান্ধী স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিচিহ্ন এবং জাদুঘরের প্রদর্শনীর শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ২০১৯ সালে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতিসংঘের একটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য স্মরণ করেন।
মুজিববর্ষ উদযাপনকালে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী বাংলাদেশে প্রদর্শিত হওয়ায় হাইকমিশনার আনন্দ প্রকাশ করেন। তিনি ঢাকায় চলমান বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। প্রদর্শনীটি ১১ অক্টোবর ২০২১ পর্যন্ত ঢাকায় উন্মুক্ত থাকবে এবং পরে চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীতে প্রদর্শিত হবে।
তিনি বলেন, প্রদর্শনীটি আমাদের দুই দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও উত্তরাধিকারের মতো একটি অনন্য বিষয়কে উপস্থাপন করছে।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা অবলম্বনে একটি বিশেষ নৃত্যনাট্য উপস্থাপন করে ঢাকার স্পন্দন সাংস্কৃতিক কেন্দ্র।
পড়ুন: মহাত্মা গান্ধীর জন্মদিন: বেনাপোলে বাণিজ্য কার্যক্রম বন্ধ
৩ বছর আগে
গান্ধীর মূল্যবোধে অনুপ্রাণিত হোন: জাতিসংঘ মহাসচিব
অহিংস এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অসামান্য শক্তির বিষয়ে আলোকপাত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
৪ বছর আগে
৫০ বছর ড্রয়ারে পড়ে থাকা গান্ধীর চশমা কোটি টাকায় বিক্রি
যুক্তরাজ্যের একজন বাসিন্দার বাসার ড্রয়ারে প্রায় ৫০ বছর ধরে পড়ে ছিল ভারতের স্বাধীনতার জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর এক জোড়া চশমা। সেই চশমা জোড়া নিলামে আড়াই কোটি টাকার (২ লাখ ৬০ হাজার পাউন্ড) বেশি মূল্যে বিক্রি হয়েছে।
৪ বছর আগে
গান্ধীর জন্মবার্ষিকী: ১০ বাণীতে সারা দেশকে উদ্বুদ্ধ করেছিলেন
ঢাকা, ০১ অক্টোবর (ইউএনবি)- আগামীকাল ২ অক্টোবর, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উদযাপিত হবে। দেশটির স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ও অবদান অনস্বীকার্য।
৫ বছর আগে