ঢাকা মহানগর হাকিম
‘নয়াপল্টন কার্যালয় ভাঙচুর’: ডিবি প্রধান ও আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিএনপির
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) প্রধান হারুন অর রশীদ ও আরও নয়জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়।
রবিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর (সিএমএম) আদালতে এ অভিযোগ দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দিও রেকর্ড করেছেন বলে জানিয়েছেন নাজিমের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
তবে মামলা গ্রহণের বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি বলে ওই আদালতের বেঞ্চ সহকারী আরমান হোসেন জানান।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪৭০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলা হয়েছে।
আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নয়াপল্টনের ঘটনায় ৪ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির দাবি বিএনপির
৭৯৪ দিন আগে
শাহিন উদ্দিন হত্যা মামলা: পিবিআইকে ২০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
রাজধানীর পল্লবী এলাকায় ব্যবসায়ী শাহিন উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্তের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন ঢাকার একটি আদালত।
পিবিআই মঙ্গলবার প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম মো. তরিকুল ইসলাম এ আদেশ দেন।
১২ মে শাহিন উদ্দিনের মায়ের অনাস্থার আবেদন গ্রহন করে মামলাটি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিভূক্ত অন্য আসামিরা হলেন- সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন ও অর্থদণ্ড
এদের মধ্যে শফিকুল ও ইব্রাহিম সুমন পলাতক এবং আউয়ালসহ বাকি ১৩ আসামি এখন কারাগারে আছেন।
গত বছরের ১৬ মে পল্লবীতে ছয় বছরের ছেলে মাশরাফির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহিন উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন শাহিন উদ্দিনের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
একই বছরের ২০ মে ভৈরব থেকে আউয়ালকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এরপর আউয়াল নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে তা নাকচ হয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
৮৬১ দিন আগে
চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর
গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় এ আদেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায়ও চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেন মহানগর হাকিম আতিকুর রহমান।
গত ১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।
একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় বিচারক রিমান্ডের আবেদন মঞ্জুর না করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩১ জুলাই একার পাশের ফ্ল্যাট থেকে একটি ফোন আসে জরুরি সেবা ৯৯৯-এ। পুলিশ জানতে পারে যে, একা যে ভবনে থাকেন তার পাশের ফ্ল্যাটে গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। এরপর ৯৯৯ থেকে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হলে পুলিশ গিয়ে সেই বাসা থেকে একাকে আটক করে।
এরপর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে।
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নায়িকা একা গ্রেপ্তার
দুই মামলায় কারাগারে নায়িকা একা
১৩১২ দিন আগে
ডা. সাবরিনা ফের রিমান্ডে
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে পুনরায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৭১৩ দিন আগে