জেলে উদ্ধার
ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
ট্রলারডুবে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ভাসমান অবস্থায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে জেলেদেরকে ফেরত পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন বিভাগের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, গত ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনের ত্রুটিজনিত দেখা দিলে ওই তিনটি মাছধরা ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ২০ আগস্ট ভারতীয় কোস্টগার্ড সদস্যরা তাদের জলসীমায় ভাসমান অবস্থায় প্রথম ১০ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে আরো জেলে নিখোঁজের খবর জানতে পেরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ এবং এয়ারক্রাফট টহল চালিয়ে ভাসমান আরও ২২ জেলেকে উদ্ধার করে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে নিখোঁজ, উদ্ধার ৮
তিনি জানান, ভারতীয় কোস্টগার্ড দুদেশের কোস্টগার্ডের সমজতার মাধ্যমে মঙ্গলবার সকালে ৩২ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে হস্তান্তর করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। মঙ্গলবার রাতেই ৩২ জেলেকে স্বজন এবং প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার
ফিরে আসা জেলেরা জানান, এফবি আব্দুল্লাহ-১, এফবি মায়ের দোয়া এবং এফবি জান্নাতুল ফেরদৌস নামে ৩টি ট্রলার নিয়ে ১৫ আগস্ট ৩২ জেলে মাছ ধরার উদ্দেশে বঙ্গোপাসগরের উদ্দেশে যাত্রা শুরু করে। সমুদ্রে পৌছে তারা মাছ ধরছিল। কিন্তু ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পানি প্রবেশ ট্রলারগুলো একে একে ডুবে যায়। এর পর তারা দুই দিন ধরে সাগরে ভাসতে থাকে। পরে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।
২ বছর আগে
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের লাবনী বিচ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এফ বি মা মনি নামের একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি বলেন, গতকাল সকালে ওই ফিশিং বোটটি কক্সবাজারের ৬ নং ঘাট থেকে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে গমন করে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীরে সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি বিসিজি স্টেশন কক্সবাজারকে অবগত করে।
পরে বিসিজি স্টেশন কক্সবাজার দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধার জেলেদের তাদের পরিবারের নিকট এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ
৩ বছর আগে
বঙ্গোপসাগর থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বঙ্গোপসাগরে নৌকার ইঞ্জিন বিকল হওয়ায় ৩ দিন আটকে থাকার পর বৃহস্পতিবার ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
৪ বছর আগে
মেঘনায় ট্রলার ডুবি: ৭ জেলে জীবিত উদ্ধার
চাঁদপুর, ০১ অক্টোবর (ইউএনবি)- চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে প্রচণ্ড ঘূর্ণি স্রোতের কবলে পড়ে সোমবার রাতে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে ট্রলারে থাকা সাতজন জেলেকে পৃথক স্থান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
৫ বছর আগে