জেলে উদ্ধার
সুন্দরবনের বনদস্যুদের হাতে আটক ১০ জেলে উদ্ধার
মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ।
রবিবার (৩ নভেম্বর) বিকেলের দিকে বনবিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন চুনকুড়ি নদীর তক্কাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এ সময় বনদস্যুদের সঙ্গে বনবিভাগের সদস্যদের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলা যওয়া তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের রাতে বুড়িগোয়ালিনি স্টেশনে আনা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘ বেড়েছে ১১টি
উদ্ধার হওয়া জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর চুনকুড়ি এলাকার আব্দুল আলিম, একই এলাকার নুর ইসলাম, রবিউল ইসলাম, ছোট ভেটখালী এলাকার হাফিজুর রহমান, একই এলাকার রাজু ফকির, শফিকুল ইসলাম, নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার মফিজুর, একই এলাকার মুছাক সানা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বড় ভেটখালী এলাকার নজরুল ইসলাম।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তাদের বিভিন্ন সময় সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে মুক্তিপণের দাবিতে বনদস্যু মঞ্জুর বাহিনী সদস্যর অপহরণ করে। এই বাহিনীর প্রধান হিসেবে মঞ্জুর নিজেই নেতৃত্ব দিচ্ছেন।
কদমতলা ফরেস্ট স্টেশনের এসও সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চুনকুড়ি নদীর তক্কাখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বনদস্যু বাহিনীর সদস্যরা বনবিভাগের সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে।
জবাবে বনবিভাগের সদস্যরাও পাল্টা ৫ রাইন্ড গুলি ছোড়ে। একপর্যায় প্রতিরোধের মুখে বনদস্যুরা জিম্মি করে রাখা জেলেদের রেখে বনের মধ্যে পালিয়ে যায়।
এ সময় বনদস্যুদের একটি আস্তানা ধ্বংস করে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে অপহৃত ১০ জেলে, তিনটি নৌকা, একটি সোলার প্যানেল, ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবন থেকে বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ ঠেকাতে নাইলনের বেড়া
১ মাস আগে
ট্রলারডুবি: ৩২ জেলেকে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড
ট্রলারডুবে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ভাসমান অবস্থায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে জেলেদেরকে ফেরত পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন বিভাগের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, গত ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনের ত্রুটিজনিত দেখা দিলে ওই তিনটি মাছধরা ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ২০ আগস্ট ভারতীয় কোস্টগার্ড সদস্যরা তাদের জলসীমায় ভাসমান অবস্থায় প্রথম ১০ জন জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে আরো জেলে নিখোঁজের খবর জানতে পেরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ এবং এয়ারক্রাফট টহল চালিয়ে ভাসমান আরও ২২ জেলেকে উদ্ধার করে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১১ জেলে নিখোঁজ, উদ্ধার ৮
তিনি জানান, ভারতীয় কোস্টগার্ড দুদেশের কোস্টগার্ডের সমজতার মাধ্যমে মঙ্গলবার সকালে ৩২ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে হস্তান্তর করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। মঙ্গলবার রাতেই ৩২ জেলেকে স্বজন এবং প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার
ফিরে আসা জেলেরা জানান, এফবি আব্দুল্লাহ-১, এফবি মায়ের দোয়া এবং এফবি জান্নাতুল ফেরদৌস নামে ৩টি ট্রলার নিয়ে ১৫ আগস্ট ৩২ জেলে মাছ ধরার উদ্দেশে বঙ্গোপাসগরের উদ্দেশে যাত্রা শুরু করে। সমুদ্রে পৌছে তারা মাছ ধরছিল। কিন্তু ১৮ ও ১৯ আগস্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পানি প্রবেশ ট্রলারগুলো একে একে ডুবে যায়। এর পর তারা দুই দিন ধরে সাগরে ভাসতে থাকে। পরে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।
২ বছর আগে
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের লাবনী বিচ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এফ বি মা মনি নামের একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি বলেন, গতকাল সকালে ওই ফিশিং বোটটি কক্সবাজারের ৬ নং ঘাট থেকে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশে গমন করে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীরে সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি বিসিজি স্টেশন কক্সবাজারকে অবগত করে।
পরে বিসিজি স্টেশন কক্সবাজার দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধার জেলেদের তাদের পরিবারের নিকট এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজের একদিন পর জেলের লাশ উদ্ধার
জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ
৩ বছর আগে
বঙ্গোপসাগর থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বঙ্গোপসাগরে নৌকার ইঞ্জিন বিকল হওয়ায় ৩ দিন আটকে থাকার পর বৃহস্পতিবার ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
৫ বছর আগে
মেঘনায় ট্রলার ডুবি: ৭ জেলে জীবিত উদ্ধার
চাঁদপুর, ০১ অক্টোবর (ইউএনবি)- চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে প্রচণ্ড ঘূর্ণি স্রোতের কবলে পড়ে সোমবার রাতে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে ট্রলারে থাকা সাতজন জেলেকে পৃথক স্থান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
৫ বছর আগে