চাঁদপুর, ০১ অক্টোবর (ইউএনবি)- চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে প্রচণ্ড ঘূর্ণি স্রোতের কবলে পড়ে সোমবার রাতে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে ট্রলারে থাকা সাতজন জেলেকে পৃথক স্থান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, দুর্ঘটনার কবলে পড়া জেলেরা ভোলার মনপুরা থেকে মাছ ধরে চাঁদপুর মাছঘাটে বিক্রি করে। মাছ বিক্রি শেষে তারা বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্রলারটি মাছঘাট ছেড়ে মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ট্রলারে থাকা জেলে আওলাদ ও নূর মোহাম্মদকে স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় নৌ-পুলিশ উদ্ধার করে। বাকি পাঁচজনকে উল্টে যাওয়া ট্রলার আকড়ে ধরে ভাসতে ভাসতে হাইমচর চরভৈরবী এলাকা পৌঁছালে ওই এলাকা থেকে জেলে ও স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়। পরে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।