উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বাগেরহাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নিহত ১
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গাংনী ইউনিয়নের পূর্ব দারিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মোল্যা (৩৫) একই গ্রামের মান্নান মোল্যার ছেলে। এছাড়া আহতরা হলেন- শফিক মোল্যা (৩৫) ও হাসান মোল্যা (৫০)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, বাড়ির সীমানা নিয়ে পূর্ব দারিয়ালা গ্রামের কামাল মোল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুলতান মোল্যার ছেলেদের বিরোধ চলে আসছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে কামাল মোল্যার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কামাল মোল্যাকে ধারালো অস্ত্র ও বল্লম দিয়ে কুপিয়ে জখম করে। ঠেকাতে এলে তারা কামালের দুই চাচাতো ভাইকেও কুপিয়ে জখম করে।
আরও পড়ুন: নরসিংদীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫
ওসি আরও জানান, আহত অবস্থায় তাদের তিন ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২ বছর আগে
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শাহিদা বেগম (৪০) একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিদার সঙ্গে প্রায় ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আবুবকর সিদ্দিকের (৪৪) সাথে বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে কিছু দিন আগে শাহিদা বেগম ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সোমবার (৩ ডিসেম্বর) রাতে শাহিদার স্বামী আবুবকর সিদ্দিক শ্বশুরবাড়িতে আসে। রাত ৩টার দিকে শাহিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আবুবকর। এ ঘটনায় তার ছোট মেয়ে ও মা আহত হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভাঙন কবলিত পরিবারদের পাশে প্রশাসন
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু মো. বজলুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেই।
ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শন (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতর চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১৩০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৩ জন
২ বছর আগে
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন।
৪ বছর আগে