জিলহজ
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: বাংলাদেশে ২৯ জুন ঈদুল আজহা
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়িয়ে মোট ৪ দিন
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
ঈদে স্বস্তির ট্রেন যাত্রায় মন্ত্রীর সন্তুষ্টি
১ বছর আগে
সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই
সৌদি আরবে বুধবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটিতে ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, রিয়াদের নিকটবর্তী তামির অবজারভেটরিতে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ জন্য বৃহস্পতিবার জিলহজের মাসের প্রথম দিন।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে সারাদেশে ৪৪০০টির বেশি পশুর হাট বসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অধিকাংশ আরব ও মুসলিম দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রথম দিন ৯ জুলাই হবে এবং দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক দেশ ১০ জুলাই উদযাপন শুরু হবে।
সাধারণত জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পরে বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।
পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং ও ব্রুনাই আজ ১০ জুলাইকে ঈদুল আজহার প্রথম দিন ঘোষণা করেছে।
আরও পড়ুন: ঈদুল আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার
২ বছর আগে
করোনা মহামারিতে এবার ব্যতিক্রমী হজ উদযাপন
সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও দেশটির নাগরিকদের সমন্বয়ে ১০ হাজার মানুষ এবারের হজ পালনে অংশ নিলেও প্রস্তুতিতে কোনো ধরনের কমতি রাখছেন না দেশটির কর্তৃপক্ষ।
৪ বছর আগে