সৌদি আরবে বুধবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটিতে ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, রিয়াদের নিকটবর্তী তামির অবজারভেটরিতে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ জন্য বৃহস্পতিবার জিলহজের মাসের প্রথম দিন।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে সারাদেশে ৪৪০০টির বেশি পশুর হাট বসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অধিকাংশ আরব ও মুসলিম দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার প্রথম দিন ৯ জুলাই হবে এবং দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক দেশ ১০ জুলাই উদযাপন শুরু হবে।
সাধারণত জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব এবং তার একদিন পরে বাংলাদেশ, পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।
পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং ও ব্রুনাই আজ ১০ জুলাইকে ঈদুল আজহার প্রথম দিন ঘোষণা করেছে।
আরও পড়ুন: ঈদুল আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার