মানসিক প্রতিবন্ধী
মনপুরায় মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
ভোলার মনপুরা উপজেলায় মানসিক প্রতিবন্ধী রিনা বালা দাস নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে তার নিজ বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রিনা বালা দাস মনপুরার উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে উত্তর সোনার চর গ্রামের বাসিন্দা কালুদা রঞ্জন দাসের মেয়ে।
রিনার বাবা জানান, শুক্রবার দুপুরে শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
তিনি আরও বলেন, মেয়েটির মানসিক সমস্যার কারণে স্বামী তালাক দেয়। এরপর থেকে মেয়ে আমার বাড়িতে থাকে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী এক বিধবা নারীর লাশ উদ্ধার করা হয়। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
১১ মাস আগে
গাইবান্ধায় গাড়ির ওয়ার্কশপ থেকে ‘মানসিক প্রতিবন্ধী’ যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গাড়ির ওয়ার্কশপের চৌবাচ্চা থেকে অনাথ শীল (৪০) নামে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পান্থপাড়া এলাকার ‘সোহেল ড্রাইভিং’ নামের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে স্কুল শিক্ষিকা, গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে রহস্য!
নিহত অনাথ শীল রংপুরের কাউনিয়া উপজেলার সাধবী গ্রামের রাজেন্দ্রনাথ শীলের ছেলে।
স্থানীয়রা জানায়, অনাথ শীল মানসিক প্রতিবন্ধী ছিলেন। বেশ কয়েক ধরে গোবিন্দগঞ্জ শহরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার সকালে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চায় তার লাশ ভাসতে দেখা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে চৌবাচ্চা থেকে লাশটি উদ্ধার করা হয়। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল
১ বছর আগে
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
ফরিদপুরের সদরপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওহাব মোল্লা (৬৫)। তিনি অভিযুক্ত জাহিদ মোল্লার (২৬) বাবা।
আরও পড়ুন: রাজশাহীতে ছেলের কোপে বাবা নিহতের অভিযোগ
স্থানীরা জানান, সন্ধ্যার দিকে ঘরের বারান্দায় বসেছিলেন ওহাব মোল্লা। এ সময় তার মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ মোল্লা ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। এসময় জাহিদ মোল্লার সঙ্গে তার বাবা ওহাব মোল্লার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাতাড়িভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। ছেলের হামলায় গুরুতর আহত হন জাহিদ মোল্লা।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তারা লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে থানায় আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাংস কম দেয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরের বাবা নিহত
পাবনায় মেয়েকে বিয়ে না দেয়ায় ছুরিকাঘাতে বাবা নিহত
১ বছর আগে
চট্টগ্রামে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৮ মাস বয়সী এক মেয়েশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরিবারের পক্ষে জানানো হয়েছে যে তিনি মানসিক প্রতিবন্ধী।
বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুপ্রিয়া দেবী। সে ওই এলাকার সুজন কুমার নাথ ও প্রিয়াংকা দেবীর মেয়ে।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় মা প্রিয়াংকা দেবীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
পরিবার সূত্রে জানা যায়, প্রিয়াংকা দেবী একজন মানসিক প্রতিবন্ধী।
তার স্বামী জানান, সে মানসিক ভারসাম্যহীন হলেও মাঝে মাঝে ভালো হয়ে যেত। কিছুদিন আগেও সে একবার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। তবে এ কয়েকদিন সে ভালো ছিল। আজ সকালেও তার মধ্যে তেমন কোনো অস্বাভাবিক আচরণের লক্ষণ দেখা যায়নি।
তিনি আরও বলেন, সকালে আমি ও আমার মা ঘরের বাইরে গেলে নিজের একমাত্র মেয়েকে গলাটিপে হত্যা করে সে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালাউদ্দিন জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও মেয়েকে হত্যা করতে চেয়েছিল। পরিবারের লোকজন থাকায় মেয়েকে হত্যা করতে পারেনি তখন। কিন্তু এবার ঘরে কেউ না থাকায় সে মেয়েটিকে গলাটিপে হত্যা করে।
আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
১ বছর আগে
নেই গেটম্যান: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধীদের খাবার দিচ্ছে জাহেদী ফাউন্ডেশন
ঝিনাইদহে করোনাভাইরাসের কারণে না খেয়ে থাকা মানসিক প্রতিবন্ধী, ভাসমান ও ভিক্ষুক মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে জাহেদী ফাউন্ডেশন।
৪ বছর আগে
সাভারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
সাভার, ০৪ অক্টোবর (ইউএনবি)- ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি থেকে বৃহস্পতিবার রাতে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ বছর আগে