চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৮ মাস বয়সী এক মেয়েশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরিবারের পক্ষে জানানো হয়েছে যে তিনি মানসিক প্রতিবন্ধী।
বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুপ্রিয়া দেবী। সে ওই এলাকার সুজন কুমার নাথ ও প্রিয়াংকা দেবীর মেয়ে।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় মা প্রিয়াংকা দেবীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
পরিবার সূত্রে জানা যায়, প্রিয়াংকা দেবী একজন মানসিক প্রতিবন্ধী।
তার স্বামী জানান, সে মানসিক ভারসাম্যহীন হলেও মাঝে মাঝে ভালো হয়ে যেত। কিছুদিন আগেও সে একবার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। তবে এ কয়েকদিন সে ভালো ছিল। আজ সকালেও তার মধ্যে তেমন কোনো অস্বাভাবিক আচরণের লক্ষণ দেখা যায়নি।
তিনি আরও বলেন, সকালে আমি ও আমার মা ঘরের বাইরে গেলে নিজের একমাত্র মেয়েকে গলাটিপে হত্যা করে সে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালাউদ্দিন জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও মেয়েকে হত্যা করতে চেয়েছিল। পরিবারের লোকজন থাকায় মেয়েকে হত্যা করতে পারেনি তখন। কিন্তু এবার ঘরে কেউ না থাকায় সে মেয়েটিকে গলাটিপে হত্যা করে।
আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি