মহানন্দা
মহানন্দা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (১ নভেম্বর) সদর উপজেলার বারোঘরিয়ার চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু
মৃতরা হলো- জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামগ্রাম এলাকার তালেব হোসেনের ছেলে মারুফ হোসেন ও একই এলাকার শাহীন আলীর ছেলে হোসাইন আলী। তারা মামাতো ও ফুফাতো ভাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে তারা নদীতে ডুবে যায়।
তিনি আরও জানান, এ সময় নদীতে গোসল করতে আসা এলাকার অনেকে তাদের বাঁচাতে নদীতে নামলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকালে দুজনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নদীতে ডুবে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
মাগুরায় নদীতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটুঙ্গি গ্রাম সংলগ্ন মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, রবিবার দুপুর ১টার দিকে বালুটুঙ্গি গ্রামের চেয়ারম্যানের ঘাট এলাকায় মহানন্দা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ওসি আরও জানান, অজ্ঞাত নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, লাশটি অন্য জায়গা থেকে ভেসে এখানে এসেছে।
এবিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাহবুবুল ইসলাম।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
নাটোরে বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল ভাই, পরে লাশ উদ্ধার
১ বছর আগে
মহানন্দায় ডুবে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে সামিউল ইসলাম শামিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারঘরিয়ার মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিহত শামিম ওই উপজেলার মহরাজপুর ইউনিয়নের মণ্ডলটোলা এলাকার খুদু কামালের ছেলে এবং বারঘরিয়ার তৃষ্ণা হোটেলের কর্মচারী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন জানান, সামিউল ইসলাম শামীম শনিবার দুপুর ২টার দিকে বারোঘরিয়া এলাকায় মহনন্দা ব্রিজের কাছে নদীতে গোসল করার এক পর্যায়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে, তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সন্ধ্যায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যুবকের লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহফুজ চৌধুরী বলেন, রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শামিমের লাশ উদ্ধার করেছে। বর্তমানে তার লাশ জেলা হাসপাতালের মর্গে রয়েছে।
আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
রাজিবপুরে পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু!
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নৌকাডুবিতে জেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত শুকুদ্দি(৬৫) বারোঘরিয়া জামাদার পাড়ার আফতাব আলীর ছেলে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, বৃহস্পতিবার সকালে শুকুদ্দি মহানন্দা নদীতে একাই নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ নদীতে জাল দেখার সময় পানিতে পড়ে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এরপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সকাল সাড়ে ১০টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু
করতোয়ায় নৌকাডুবি: তদন্ত প্রতিবেদন নিয়ে ধুম্রজাল
করতোয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ৬৯
২ বছর আগে
মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে রুবেল আলী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পৌরসভার চরমোহনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল আলী ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকাল ১১টার দিকে রুবেল বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন নদীতে তার খোঁজ শুরু করে এবং এক পর্যায়ে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
২ বছর আগে
মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু কাউছার (১২) শহরের হুজরাপুর এলাকার মেসবাউল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশু কাউসার দুপুর ১টার দিকে বাড়ির কাছেই মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে। এরপর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু কাউসারকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জ, ০৪ অক্টোবর (ইউএনবি)-মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমছে। তবে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
৫ বছর আগে