ভাইয়ের হাতে ভাই খুন
সিলেটে ‘ছোট ভাইয়ের হাতে’ বৃদ্ধ খুন, গ্রেপ্তার ২
সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সিরাজুল ইসলাম সিরাই (৭০) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় খুনের অভিযোগে নিহতের ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগম ও দেবর বাবুল আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বড় ভাই সিরাজুল ইসলাম এগিয়ে এলে ছোট ভাই বাবুল আহমদ ও তার ছেলে হাকিম তাকে কিলঘুষি মারতে শুরু করেন। মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে তাদের বাড়িতে ডেকে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে বাবুল ও হাকিমসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৯৭ দিন আগে
লালমনিরহাটে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান উপজেলা বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে। ও অভিযুক্ত রবিউল ইসলামের (৪৫) বড় ভাই।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
এলাকাবাসী জানায়, সোমবার ছোট ভাই রবিউল ইসলাম নিহত মিজানুরের জমি দিয়ে নালা তৈরি করার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ২টার দিকে ছোট ভাই রবিউল, বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রমেক হাসপাতালে ভর্তি নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়।
আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
৬৬৮ দিন আগে
মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ১
মাগুরায় মহম্মদপুরে এক চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে অপর চাচাতো ভাই খুন হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে বালিদিয়া উপজেলার মাঠপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত অপর দু’জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ইতোমধ্যে খুনের অভিযোগে নিহতের চাচাতো ভাই সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
নিহত আল-আমিন শেখ (২৬) ওই গ্রামের শামসু শেখের ছেলে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বালিদিয়া গ্রামে আল-আমিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই সোহেল। হত্যার পর থেকে পুলিশের ব্যাপক তৎপরতায় মাত্র তিন ঘন্টার মধ্যে অভিযুক্ত সোহেলকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন!
১০০৪ দিন আগে
চসিক নির্বাচনকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ১২নং পাহাড়তলী ওয়ার্ডের বার কোয়াটার এলাকায় আপন ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছেন।
১৭৭৪ দিন আগে
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
নগরীর উপশহর বাবলাতলা ব্রিজ এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিরাজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
১৮৪৮ দিন আগে
মাগুরায় ভাইয়ের রডের আঘাতে ভাই খুন
শহরের কাউন্সিল পাড়ায় ভাইয়ের রডের আঘাতে ভাইয়ের মৃত্যু হয়েছে।
১৯৬২ দিন আগে