সস্ত্রীক
সস্ত্রীক করোনা আক্রান্ত সোনাগাজীর ইউএনও
ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাব থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, একদিনে উপজেলার ১৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইউএনও, তার স্ত্রী ও তাদের বাসার এক নারী রয়েছেন।
আরও পড়ুন: হরিপুরে করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
ইউএনও এ এম জহিরুল হায়াত জানান, গত শনিবার থেকে হঠাৎ করে তিনিসহ পরিবারের তিনজনের জ্বর অনুভূত হয়। তাদের শরীর ও গলাব্যথাও শুরু হয়। পরে বুধবার করোনা পরীক্ষার জন্য তিনি ও তার স্ত্রীসহ তিনজন নমুনা দেন।
তিনজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তারা উপজেলা সদরে সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে ওষুধ খাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৬৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮২ জনের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত উপজেলায় এক নারীসহ ১৩ জন করোনায় মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪১৯ জন।
এদিকে ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় দুজন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৮১ ভাগ। নতুন শনাক্ত ৬৭ জনের মধ্যে সদরে ২৯ জন, পরশুরামে ১০, ছাগলনাইয়ায় ৯, সোনাগাজীতে ৪, দাগনভূঞায় ৩, ফুলগাজীতে ১ ও অন্য জেলা থেকে এসে নমুনা দিয়ে শনাক্ত হন ১ জন। সবমিলিয়ে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫১২।
আরও পড়ুন: রাঙামাটিতে লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া এলাকার দুজন মারা গেছেন। ১ জুলাই পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন।
সিভিল সার্জন ডা. রফিক উস-ছালেহীন বলেন, ‘ফেনীতে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই করোনার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালন করতে হবে।’
৩ বছর আগে
শাহজাদপুরে সস্ত্রীক ইউএনওসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সস্ত্রীক ইউএনওসহ নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে