শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা (৩৪) ও তার স্ত্রী ডা. সীতারা লাবনী (৩৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, গত ১১ জুলাই তাদের করোনা উপসর্গ দেখা দিলে ১৭ জুলাই তার স্ত্রী ও বাসার অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ২০ জুলাই তার স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ২১ জুলাই তিনি তার নমুনা পরীক্ষার জন্য পাঠান। ২৩ জুলাই তারও করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে তিনি ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানানা তিনি।
তার স্ত্রী ৩০তম বিসিএস ক্যাডার ডা. সীতারা লাবনী বর্তমানে প্রাণিসম্পদ বিভাগের সাভার অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। করোনাকালীন সাধারন ছুটিতে তিনি শাহজাদপুরে সরকারি বাসায় অবস্থান করছিলেন।
বর্তমানে তারা ভালো আছেন এবং সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বলেন, ইউএনও ও তার স্ত্রী করোনায় আক্রান্ত। নিজ বাসায় আইসোলেশনে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তার বাসার নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম (৪৪) ও রাখাল আব্দুর রহিমও (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।