আওয়ামী লীগ নেতার মৃত্যু
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেট ওসমানী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শেখ গয়াছ মিয়া (৫৫) উপজেলার বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে ও উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
গত ২৮ মে (শনিবার) রাতে উপজেলার পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওই হাসপাতালে প্রায় ৬ দিন চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ছেলে মাজেদ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আট জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের আরেক নেতা ও বরুনী গ্রামের মৃত জমির আলীর ছেলে মাসুক মিয়াকে।
আরও পড়ুন: আ’লীগ নেতা বদিউল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। মামলায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
২ বছর আগে
আ‘লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন
ঢাকা, ১৫ মে (ইউএনবি)- নোয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন।
শনিবার দুপর ১২টায়র দিকে বেগমগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
৩ বছর আগে
১৫ ঘণ্টার ব্যবধানে চাঁদপুরে দম্পতির মৃত্যু
স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টা পর একই হাসপাতালে স্বামী আইনজীবী মো. আয়াত আলী পাটোয়ারীর (৭০) মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
করোনা থেকে মুক্তির এক সপ্তাহ পর গোপালগঞ্জ আ’লীগ নেতার মৃত্যু
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার এক সপ্তাহ পর গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আহসান সিকদারের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
ময়মনসিংহ জেলা আ’ লীগের সাবেক আহ্বায়কের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. ওয়াজেদুল ইসলাম ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
৪ বছর আগে