তিনি চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার রাত ১০টার দিকে একই হাসপাতালে স্ত্রী জেসমিন সুলতানা রুজির (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮টায় কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অ্যাডভোকেট আয়াত আলী পাটওয়ারী দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ও স্ত্রী জেসমিন সুলতানা রুজি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
এ দিকে, অ্যাডভোকেট আয়াত আলী পাটওয়ারী ও তার স্ত্রীর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।