বিদ্যুতায়িত
ল্যাম্প পোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত, দুই যুবক নিহত
ময়মনসিংহ নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে বিদ্যুতায়িত হয়ে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন— নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৫)। অপরজনের নাম রাকিব মিয়া, তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিনশেডের পেছনে অকেজো ল্যাম্প পোস্ট চুরি করতে ওঠেন রাকিব। তিনি ল্যাম্প পোস্টে উঠে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে তার শরীর ঝলসে যায়। বিষয়টি তার অন্য বন্ধু হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়, গুরুতর আহত হন হৃদয়। পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
৩ দিন আগে
রাজধানীর বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর বংশালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল পৌঁনে ১০টার দিকে পথচারীরা আমিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি বিডিআর ১ নং গেট এলাকায় থাকতেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত
আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টি হলেই নাজিরা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমিন নামের ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা একটি বাঁশ দিয়ে তাকে টেনে দূর থেকে কাছে এনে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, ওই যুবকের বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে অবহিত হয়েছে।
১২৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী হাওয়া (৪২) ও মেয়ে আয়েশা (২১)।
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সংগীত শিল্পীর মৃত্যু
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন হাওয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
১৪৯ দিন আগে
মেহেরপুরে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সেলিম রেজা নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত সেলিম রেজা মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার আক্তার মোল্লার ছেলে।
আরও পড়ুন: রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ২, আহত ১৩
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সেলিম রেজা নিজ ইজিবাইকে চার্জ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৬২ দিন আগে
রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ২, আহত ১৩
রংপুরে একটি সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
রবিবার (৩ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— পীরগাছা উপজেলার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যে প্যান্ডেল সাজানো হয়, সেখানে একটি বিদ্যুতায়িত বাঁশের সংস্পর্শে এসে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু, আহত ৩
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল লতিফ শাহ বলেন, ‘কেন এমন ঘটনা ঘটলো, সে ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
১৭২ দিন আগে
বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু
বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ও আগুন লাগার কারণে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে জেলার চিম্বুক সড়কের রাংলাই হেডম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), তার মা উরকান ম্রো (৭১) এবং মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)। রাংলাই পাড়ার হেডম্যান রাংলাই ম্রো জানান, গতকাল (রবিবার) রাত ২টার দিকে পাড়াসংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দিয়ে সেটিতে আগুন ধরে যায়। এরপর ঘরের সঞ্চালন লাইনে আগুন ধরে গেলে তা নিভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যান। এরপর হাসপাতালে নেওয়ার পর মারা যান রওলেং ম্রো।
রাংলাই ম্রো আরও জানান, কয়েকদিন ধরেই ওই ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিয়েছিল। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে তদন্তের জন্য প্রকৌশলীদের একটি দল পাঠানো হয়েছে। এছাড়া, ঘটনাস্থলে পুলিশও রওনা দিয়েছে।
১৯৩ দিন আগে
চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
চাঁদপুরে পুথক ঘটনায় নারীসহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আরিফ হোসেন (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী বিদ্যুতায়িত হয়ে এবং সাপের দংশনে মনোয়ারা বেগম (৭০) নামে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকালে মতলব উপজেলার ননদীখোলা গ্রামে এবং সদর উপজেলার কল্যাণপুরে এই ঘটনাদুটি ঘটে।
নিহত আরিফ হোসেন মতলব উপজেলার দক্ষিণের নায়েরগাও উত্তর ইউনিয়নের পিতাম্বর্দী গ্রামের মৃত আলী হোসেন বেপারির ছেলে।
তার বড় ভাই শরীফ হোসেন বলেন, শনিবার বিকালে ননদীখোলা গ্রামে পুকুরে মাছ ধরতে যায় আরিফ। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ না করে মোটরের সংযোগ দিতে গিয়ে শর্ট সার্কিটে আগুন ধরে গিয়ে সেই আগুন তার বুকে লাগে। এতে তার শরীরের অনেক অংশ ঝলসে গুরুতর অগ্নিদগ্ধ হয় আরিফ। সে সময় তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা এ খবর নিশ্চিত করে ইউএনবিকে বলেন, ‘শনিবার সন্ধায় আরিফের জানাজা সম্পন্ন হয়েছে।’
আরও পড়ুন: গাজীপুরে পানিতে ডুবে দুই শিশু নিহত
অন্যদিকে, সাপের দংশনে নিহত বৃদ্ধা মনোয়ারা বেগম সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল বিকালে মনোয়ারা বেগম বাড়ির পাশের কবরস্থান-সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। এরপর দ্রুত বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক।
চাঁদপুর সদর হাসপাতালের সুপারিন্টেডেন্ট ডা. এ কে এম মাহবুবুর রহমান ইউএনবিকে বলেন, ‘সাপ দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। তাই এ ধরনের ঘটনায় সঙ্গে সঙ্গে হাসপাতাল এসে চিকিৎসা নেওয়া জরুরি। এ ছাড়া বর্ষার মৌসুমে এসব ঘটনায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।’
২০০ দিন আগে
রাইস কুকারে রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত
মাগুরায় রাইস কুকারে ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকাল ৮টার দিকে মাগুরা সদরের টিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শিমুল বেগম ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী ও তাদের আট মাসের কোলের শিশু আলীশা।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, রাইস কুকারে ভাত রান্না করার সময় অসাবধানবশত বিদ্যুতায়িত হন গৃহবধূ শিমুল বেগম ও তার মেয়ে আলীশা। দুর্ঘটনার সময় শিশুটি তার মায়ের কোলো থাকায় দুজনেই বিদ্যুতায়িত হন। এরপর স্থানীয়রা তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বাপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: বিদ্যুতায়িত হয়ে পঞ্চগড়ের তিনজন নিহত
২১২ দিন আগে
বিদ্যুতায়িত হয়ে পঞ্চগড়ের তিনজন নিহত
বিদ্যুতায়িত হয়ে পঞ্চগড়ে এক শিক্ষার্থীসহ দুই ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ব্যাংহারি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সপিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শাহিন (৩৮) এবং শফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২১)। জামিদুল এবারে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন। তারা তিনজন একই গ্রামের বাসিন্দা ছিলেন।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল জানান, আজ সকালে গ্রামের একটি এলাকায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানান। এরপর সেখান থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় লোকজন মাঠে ভুট্টার খেতে কাজ করতে যান। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়। এ সময় মাঠে প্রায় ১৪ জন কাজ করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিক্ষার্থী জামিদুল ইসলাম মারা যান। আহত হন আরও পাঁচজন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানের চিকিৎসকরা আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত জয় ইসলামকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির ভুলের কারণেই এই তিনজনের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ঘটনায় ক্ষতিপূরণসহ বিচার দাবি করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি পঞ্চগড়ের ডিজিএম মোহাম্মদ মাজহারুল আলাম জানান, পল্লী বিদ্যুতের লাইনে কোনো সমস্যা হয়নি। লাইনটি ছিল নেসকোর।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রী নিহত
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কাশেম জানান, বিদ্যুতায়িত হয়ে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজন মৃত অবস্থায় আসেন এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২৩৩ দিন আগে
বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত
বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামে বজ্রপাতে একজন ও শিবগঞ্জের মোকামতলার কাশিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে মোহাম্মদ আকন্দ এবং ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘আকন্দ সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা উঠাতে যান। এ সময় সেখানে বজ্রপাত ঘটলে আকন্দ ঘটনাস্থলেই মারা যান তিনি। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ বলেন, ‘ইমরান তার শোবার ঘরে বিদ্যুতের সংযোগ মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৩৩৩ দিন আগে