ময়মনসিংহ নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে বিদ্যুতায়িত হয়ে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন— নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৫)। অপরজনের নাম রাকিব মিয়া, তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিনশেডের পেছনে অকেজো ল্যাম্প পোস্ট চুরি করতে ওঠেন রাকিব। তিনি ল্যাম্প পোস্টে উঠে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে তার শরীর ঝলসে যায়। বিষয়টি তার অন্য বন্ধু হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান। বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়, গুরুতর আহত হন হৃদয়। পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।