র্যাব-৭
রাসায়নিক রঙে তৈরি হয় মশলা, আটক ৪
ফেনীতে রাসায়নিক রঙ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা বাজারজাত করার অপরাধে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ চারজনকে আটক করেছে র্যাব-৭।
বুধবার দুপুরে ফেনী র্যাব-৭ কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৩৩ জেলে আটক
আটক ব্যক্তিরা হলেন-ফেনীর সহদেবপুর এলাকার টুটুল সাহা (৫৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার হরিপুর গ্রামের জোসনা আক্তার (৪৮), লক্ষীপুর জেলার চরভুতা গ্রামের রহিমা বেগম (৪০) এবং ফেনীর সোনাগাজী উপজেলার মুসাপুর গ্রামের বিউটি খাতুন (৩৮)।
র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনী শহরের মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলে রমজান উপলক্ষে ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৭, চট্টগ্রাম অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এসময় মশলা মিল ঘরের ভিতর তল্লাশি চালিয়ে আটটি প্লাস্টিকের বস্তায় মোট ৪৪০ কেজি রাসায়নিক রঙ মিশ্রিত হলুদ-মরিচের গুড়া ও সাতটি প্লাস্টিকের বস্তায় ১২০ কেজি রঙ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সঙ্গে, রঙ ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণ করে ভেজাল মশলা তৈরি করে। ওই ভেজাল মশলা ফেনীর বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্নস্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়া আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বর্ণসহ ২ 'পাচারকারী' আটক
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত, আটক ৫
১ বছর আগে
চট্টগ্রামে দুই জন আটক, ৪৮ হাজার ইয়াবা জব্দ
ঢাকা, ২৫ জুন (ইউএনবি)-চট্টগ্রাম মহানগরীতে তিন জনকে আটক করা হয়েছে। কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে র্যাব। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে শনিবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টর দিকে আটক করা হয়।
উপজেলার কামারখালী ব্রিজের নিচে গড়াই মিনি পার্কের ক্যাফেটোরিয়ায় অভিযান চালিয়ে বুধবার রাত ৭টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
আটককৃতরা হলেন- মহানগরীর কর্ণফুলী থানার ঈদগাঁও কাচা বাজার এলাকার মৃত শফিকুর রহমাননের ছেলে মো. ফরহাদুর রহমান শাওন (৩১) ও একই থানার ঈদগাঁও বৌ বাজার এলাকার মৃত জমিরের ছেলে মো. তৌফিক (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন সংবাদে শনিবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মো. ফরহাদুর রহমান শাওন ও মো. তৌফিককে আটক করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তীতে ওই ট্রাকে লুকানো অবস্থায় ৪৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং উক্ত ট্রাক জব্দ করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে ইয়াবা ও আটককৃতদের চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
৩ বছর আগে
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ শের আলী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সরল এলাকায় শনিবার ভোর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
৪ বছর আগে