ঢাকা, ২৫ জুন (ইউএনবি)-চট্টগ্রাম মহানগরীতে তিন জনকে আটক করা হয়েছে। কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে র্যাব। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে শনিবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টর দিকে আটক করা হয়।
উপজেলার কামারখালী ব্রিজের নিচে গড়াই মিনি পার্কের ক্যাফেটোরিয়ায় অভিযান চালিয়ে বুধবার রাত ৭টার দিকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
আটককৃতরা হলেন- মহানগরীর কর্ণফুলী থানার ঈদগাঁও কাচা বাজার এলাকার মৃত শফিকুর রহমাননের ছেলে মো. ফরহাদুর রহমান শাওন (৩১) ও একই থানার ঈদগাঁও বৌ বাজার এলাকার মৃত জমিরের ছেলে মো. তৌফিক (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন সংবাদে শনিবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মো. ফরহাদুর রহমান শাওন ও মো. তৌফিককে আটক করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তীতে ওই ট্রাকে লুকানো অবস্থায় ৪৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং উক্ত ট্রাক জব্দ করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে ইয়াবা ও আটককৃতদের চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।