অফার
ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার
ঈদ উদযাপনকে আরও আনন্দদায়ক করতে অপো নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ অফার।
ব্র্যান্ডটির নির্দিষ্ট কিছু ডিভাইস কিনে গ্রাহকরা পাবেন নিজের বাইকে অথবা আকাশপথে (বিমানে) শেকড়ের টান অনুভব করতে প্রিয়জনের কাছে পৌঁছে যেতে।
গ্রাহকেরা ‘অপো রেনো ৮টি’, ‘অপো এফ২১ প্রো ফাইভজি’, ‘অপো এ৭৭এস’ অথবা ‘অপো এ৭৭’ এর মধ্যে যেকোনো ফোন কিনলে অনলাইন লাকি ড্র’তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। লাকি ড্রয়ের বিজয়ীরা পাবেন আকর্ষণীয় মেগা ঈদ উপহার। উপহারের মধ্যে আছে এয়ার টিকিট ভাউচার (দেশের মধ্যে ভ্রমণের জন্য প্রযোজ্য), মোটরবাইক এবং ইন্টারনেট বান্ডেল অফার।
এখানেই শেষ নয়! ‘অপো এ৭৭’ অথবা ‘অপো এ৭৭এস’ ফোন কিনলে ব্যবহারকারীরা নিশ্চিতভাবে সাকিব আল হাসানের অটোগ্রাফসহ টি-শার্ট এবং ‘অপো রেনো৮ টি’ অথবা ‘অপো এফ২১’ প্রো ফাইভজি ক্রয়ের সময় লিমিটেড এডিশন গিফট বক্স পাবেন। খালি হাতে কেউই বাড়ি ফিরবে না!
আরও পড়ুন: রমজান উপলক্ষে এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ স্মার্টফোনের দাম কমালো অপো
উল্লেখ্য, সম্প্রতি হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো দেশের বাজারে নিয়ে এসেছে রেনো সিরিজের নতুন সংযোজন ‘অপো রেনো৮ টি’। অভূতপূর্ব ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে অত্যাধুনিক ইমেজিং ফিচারসহ ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা সেটআপ।
সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি। ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে ফাইবারগ্লাস-লেদারের প্রিমিয়াম স্টিচ ডিজাইন, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুক সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি।
এই ঈদ অফার ১ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। তাহলে আর কিসের জন্য অপেক্ষা? এখুনি এই ঈদকে আরও উৎসবমুখর করতে আপনার নিকটস্থ অপো আউটলেট ভিজিট করুন।
আরও পড়ুন: ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র
১ বছর আগে
রিয়েলমি স্মার্টফোনে মেগা ডিলস, ১৫ জুন পর্যন্ত অবিশ্বাস্য ছাড়!
রিয়েলমি স্মার্টফোনে ৯-১৫ জুন পর্যন্ত পাওয়া যাবে দারুণ সব ডিলস। থাকছে বিশাল ডিসকাউন্ট, ভাউচার। পাশাপাশি, সৌভাগ্যবান গ্রাহকেরা পাবেন রিয়েলমি ৮ প্রো এবং সি২১ গিফট বক্স, রিয়েলমিয়াও ফোন হোল্ডার, চাবির রিংয়ের মতো আকর্ষণীয় উপহার।
‘দারাজ ইলেক্ট্রনিক্স উইক’ উপলক্ষে পাওয়া যাচ্ছে দুর্দান্ত এসব অফার। অফারটি পেতে ক্লিক করা যাবে https://cutt.ly/realme_MegaSaleDaraz
এই ক্যাম্পেইনে রিয়েলমির সি সিরিজের ৪ টি স্টাইলিশ স্মার্টফোন এবং ৮ সিরিজের ২ টি ফোন দারাজ থেকে আকর্ষণীয় দামে ক্রয় করতে পারবেন গ্রাহকরা।এছাড়া ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকেরা রিয়েলমি স্মার্টফোন দারাজ থেকে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত ছাড়ে ক্রয় করতে পারবেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ১০ কোটি তরুণ ব্যবহারকারীর জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসবে রিয়েলমি
ক্যাম্পেইনের আওতায়, রিয়েলমি’র নম্বর ফ্ল্যাগশিপের (৮ সিরিজ) এর দাম মাত্র ১৯,৯৮৬ টাকা থেকে শুরু। সদ্য অবমুক্ত হওয়া ব্যাটারি-কিং ফোন রিয়েলমি সি২৫ (৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি সংযুক্ত) এর মূল্য শুরু মাত্র ১৩,১৯৭ টাকা থেকে। পাশাপাশি, সি২০এ মাত্র ৭,৯৮৯ টাকায় পাওয়া যাবে।
রিয়েলমি’র নম্বর সিরিজটি (৮ সিরিজ) তরুণদের জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রিয়েলমি ৮ বাংলাদেশের প্রথম হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর এবং সুপার অ্যামোলেড সংযুক্ত ফোন। তাছাড়া এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। পাশাপাশি, ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা সেটআপ এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ সম্বলিত রিয়েলমি ৮ প্রো বর্তমানে বাজারের সবচেয়ে ফ্যাশন-ফরোয়ার্ড স্মার্টফোন।
আরও পড়ুনঃ রিয়েলমি ৮ প্রো: সেরা স্মার্টফোন ফিচারে ইলুমিনেটিং ইয়েলো
এই ক্যাম্পেইনে রিয়েলমি সি সিরিজ থেকে চারটি ফোন দারাজে পাওয়া যাবে। এর মধ্যে রিয়েলমি সি১৭ এ রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ হার্টজ আলট্রা রিফ্রেশ রেট, যার কারণে কোনও ঝামেলা ছাড়াই মসৃণ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। অন্যদিকে সি২১ এবং সি২৫ হল টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র প্রাপ্ত রিয়েলমি’র প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম।
৩ বছর আগে
অপো'র গ্রীষ্মকালীন অফারে পুরনো ফোন বদলে নতুন ফোন নেয়ার সুযোগ
স্মার্টফোনপ্রেমীদের জন্য দুর্দান্ত এক এক্সচেঞ্জ অফার চালু করেছে অপো। আজ থেকে চালু হওয়া এই অফারের আওতায় ক্রেতারা সোয়াপ অ্যাপ ও অন্যান্য অনুমোদিত চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট মডেলের অপো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। অফারটি চলবে পুরো গ্রীষ্মকাল জুড়ে।
অফার চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের বর্তমানে ব্যবহৃত ফোন এক্সচেঞ্জ করে অপো এফ১৯ প্রো, এফ১৯ ও রেনো৫- এই তিনটি মডেলের স্মার্টফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা সোয়াপ অ্যাপ, দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত অপো শপ, সকল লাইভওয়্যার চেইন শপ এবং সকল পিকাবু অফলাইন শপ থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
সোয়াপ অ্যাপের মাধ্যমে ব্যবহৃত স্মার্টফোন পণ্য হ্যান্ডসেটের ভ্যালু জানতে https://play.google.com/store/apps/details?id=com.swap.swap_ecommerce এই লিংকে ভিজিট করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
এক্সচেঞ্জ সুবিধার আওতায় ক্রেতারা ২৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন এবং তিন মাসের (এফ১৯ সিরিজের জন্য ৬৫ শতাংশ ভ্যালু ব্যাক) 'বাই ব্যাক' অফার সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: অপো এফ১৯: স্লিম ডিজাইনের এক বহুমুখী মিডরেঞ্জার
অপো এফ১৯ এর এআই ফিচারে বদলে যাবে ছবি তোলার অভিজ্ঞতা
এই পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। আগ্রহীদের প্রথমে সোয়াপ অ্যাপে গিয়ে তাদের পুরনো স্মার্টফোনের মূল্য জানতে পারবেন। দাম জানার পর এক্সচেঞ্জের জন্য ক্রেতারা পছন্দের চ্যানেল (অপো আউটলেট/ লাইভওয়্যার আউটলেট/ পিকাবু.কম আউটলেট/অনলাইন ও আউটলেট ভিজিট) বাছাই করতে পারবেন। হ্যান্ডসেট ভালোমতো দেখে এবং অ্যাপের মাধ্যমে দামের বিষয় যদি মিলে যায়, তাহলে বাকি প্রক্রিয়াটুকু করবে শো-রুম ম্যানেজার।ক্রেতা যদি চূড়ান্ত দামের সাথে একমত হন, তাহলে ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এবং ওই দামের সাথে মিলিয়ে অপো নতুন স্মার্টফোন কিনতে পারবেন। আর অফার থাকাকালীন মূল দামের সাথে এক্সচেঞ্জ অফার গ্রহণকারীরা অতিরিক্ত ২৫০০ টাকা পাবেন অপোর পক্ষ থেকে ।
আগ্রহী ক্রেতাদের এই অফারটি পেতে হলে তাদের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি এবং সোয়াপ অ্যাপের স্ক্রিনশটের মূল্যায়ন প্রতিবেদনসহ কাস্টমার ফরম পূরণ করতে হবে।
৩ বছর আগে
নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার
দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সম্প্রতি ‘লেট হার এক্সপ্লোর, টু কনকার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।
৩ বছর আগে
দারাজে দুই মিনিটেই বিক্রি ২ হাজার ‘রিয়েলমি নারজো ২০’
ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে আবারও দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
৩ বছর আগে
বছর শেষে অফার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ
ক্রেতাদের জন্য পণ্য কেনার উপর নিশ্চিত ক্যাশব্যাকসহ উপহার হিসেবে বিভিন্ন গিফট সামগ্রীসহ ‘বছর শেষ অফার বেশ’ নামে ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ।
৪ বছর আগে
বাণিজ্য মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে আকর্ষণীয় অফার
ক্রেতাদের জন্য ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) দারুণ অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ।
৪ বছর আগে
স্মার্টফোন, ট্যাবলেটসহ হুয়াওয়ের নতুন অফার
নতুন বছরের আনন্দকে বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য ‘বাই অ্যান্ড উইন’ অফার নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
৪ বছর আগে
৫০ বছর পূর্তিতে স্যামসাংয়ের বিশেষ অফার
ঢাকা, ০৬ অক্টোবর (ইউএনবি)- ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের এক বিশেষ অফার দিচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। বাংলাদেশ একটি ক্যাম্পেইনের মাধ্যমে অফারগুলো চালু করেছে প্রতিষ্ঠানটি।
৫ বছর আগে