এতে, মেলায় ক্রেতারা স্যামসাংয়ের নির্দিষ্ট মডেলের মোবাইল কেনার ক্ষেত্রে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ অফারের মধ্যে বাণিজ্য মেলার স্যামসাংয়ের প্রিমিয়ার প্যাভিলিয়ন স্মার্ট প্লাজা থেকে পণ্য কিনে রেফ্রিজারেটর, ব্লেন্ডার, ইনডাকশন কুকার, রাইস কুকার, স্টিম আয়রন ও নির্দিষ্ট মডেলের টিভি উপহার হিসেবে পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া মেলায় স্যামসাংয়ের প্রায় সকল স্মার্টফোন ক্রয়ে সর্বোচ্চ ১০০% ক্যাশব্যাক, ক্যাশ ইএমআই বা কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফার ও ফ্রি গিফট পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। হেডফোন ও গাড়ির চার্জার, পাওয়ার ব্যাংক ক্ষেত্রে ক্রেতারা যথাক্রমে ৩৭ শতাংশ ও ৩৪ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন।
নির্ধারিত মডেলের স্যামসাং টেলিভিশন ক্রয়ে ৭০,০০০ টাকা পর্যন্ত, নির্ধারিত মডেলের রেফ্রিজারেটর ক্রয়ে ২০,০০০ টাকা ও নির্ধারিত মডেলের এয়ার কন্ডিশনার ক্রয়ে ক্রেতারা বিনামূল্যে হ্যাংগিং ক্ল্যাম্প পাবেন।
স্যামসাং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত মডেলের ভ্যাকুয়াম ক্লিনার এবং এয়ার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার। এছাড়াও বাণিজ্য মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে ক্রেতাদের জন্য থাকছে ইএমআই সুবিধা।
স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে চলমান এক্সচেঞ্জ অফারও বাণিজ্য মেলায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানায় তারা।