টাইমলাইন
হলুদের ঝলক: টাইমলাইনে সোনালি আলোর নতুন ট্রেন্ড
সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত হলুদময়। কয়েকদিন ধরে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও সয়লাব হয়েছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই ট্রেন্ডে মেতে ওঠেছেন বিশ্বের কোটি ব্যবহারকারী।
কীভাবে করবেন এই টারমারিক গ্লো?
* মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সেটি সমতল জায়গায় রাখুন।* তার ওপরে একটি স্বচ্ছ পানির গ্লাস রাখুন।* ঘরের লাইট নিভিয়ে দিন।* এবার সামান্য হলুদ গুঁড়া বা ভিটামিন বি-টু (রিবোফ্লাভিন) ক্যাপসুল গুড়া করে পানিতে দিন।সঙ্গে সঙ্গেই পানির গ্লাসে দেখা যাবে অনেকটাই সোনালি ঝলমলে আলো।
এটি দেখার পর ছোট শিশুদের বিস্মিত মুখের ভিডিও এখন ভাইরাল হয়ে উঠেছে। এই ট্রেন্ডে অসংখ্য ভিডিও বানানো হচ্ছে, প্রচুর রিঅ্যাকশন আর শেয়ার হচ্ছে ভিডিওগুলো।
আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে কী প্রভাব পড়তে পারে?
কেন এত জনপ্রিয় হচ্ছে?
একদম কম খরচ ও সহজে এই ট্রেন্ডে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এতে রয়েছে বিজ্ঞানের মজার খেলা। পুরো পরিবারের মিলে ঘরে বসে এই পরীক্ষা করা যাচ্ছে। অনেকে ভিডিওতে মজার সঙ্গীত, ক্যাপশন বা মিমও যোগ করছেন।
মজার বিষয় হলো, অনেকেই মজা করে বলছেন, হলুদের দোকানে নাকি এখন স্টক শেষ হয়ে যায় কি-না! আরও উজ্জ্বল আলোর জন্য অনেকে হলুদের বদলে ভিটামিন বি-টু ট্যাবলেট—বেকোসুলস গুড়া করে ব্যবহার করছেন এবং ইউভি লাইটের নিচে ধরছেন।এতে রিবোফ্লাভিনের কারণে পানিতে সবুজ-হলুদ আলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠেছে।
বিজ্ঞান, বিনোদন আর একটু জাদুর ছোঁয়া মিলিয়ে সামাজিক মাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয় এখন এই টারমারিক গ্লো এক্সপেরিমেন্ট।
কেউ করছেন শেখার জন্য, কেউ শুধুই মজার খাতিরে—যেভাবেই হোক, সবার টাইমলাইনে এখন ঝলমলে সোনালি আলো!
১৬৪ দিন আগে
ডিসেম্বরকে টাইমলাইন ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে: কমিশনার আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসকে টাইমলাইন ধরেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা।
তিনি বলেন, এখন জাতীয় সংসদ নির্বাচন করাটা হলো আমাদের মূল কাজ। এরপরও যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে, সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করে—তাহলে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে অংশগ্রহণ করতে পারবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত।
আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, এছাড়া এটি বলার এখনো সময় আসেনি যে, ব্যলট পেপারে কোন মার্কা থাকবে কি না। সময়ই বলে দেবে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন কোন মার্কা থাকবে।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্জন দাশ প্রমুখ।
২৩৯ দিন আগে
প্রত্যেক কাজের জন্য কর্মপরিকল্পনা করতে হবে: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম রবিবার উন্নয়ন প্রকল্পসহ যেকোনো প্রকল্প নেয়ার সময় কর্মপরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৯৫৭ দিন আগে