কর্মসম্পাদন
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি জনগণের আস্থা তৈরি করবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে জনগণের আস্থা তৈরি করবে এবং সুশাসনের ক্ষেত্রে অবদান রাখবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই চুক্তি সইয়ের মাধ্যমে এক ধরণের প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে দালিলিক প্রমাণ থাকছে।’
আরও পড়ুন: গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
এছাড়া এ বিষয়গুলো আরও জবাবদিহি নিশ্চিত করবে বলে জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতার দপ্তর-সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সইয়ের পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করে আমরা বাইরে নিয়ে আসতে চাই।’
আরও পড়ুন: গণমাধ্যমকে দেশ-জনগণের স্বার্থে দাঁড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী বলেন, সুশাসনের বিষয়ে সরকারের পদক্ষেপগুলো জনসাধারণকে আরও বেশি জানানো দরকার। তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ প্রক্রিয়াগুলো শুরু করেছে।’
৫ মাস আগে
প্রত্যেক কাজের জন্য কর্মপরিকল্পনা করতে হবে: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম রবিবার উন্নয়ন প্রকল্পসহ যেকোনো প্রকল্প নেয়ার সময় কর্মপরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৪ বছর আগে