বাণিজ্য বন্ধ
ঈদুল আজহা: কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ
মুসলিমদের অন্যতম বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে বিবির বাজার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি কার্যক্রম ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে।
রবিবার (২৫ জুন) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিবির বাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল জানান, ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত যাতায়াত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩ জুলাই থেকে বিবির বাজার স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বাজারে মসলার দামের ঊর্ধ্বগতি, ঈদুল আজহার আগে বিপাকে ক্রেতারা
৯১৪ দিন আগে
বেনাপোল কাস্টমস হাউসে গেট পাস জটিলতা: দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
বেনাপোল কাস্টমস হাউসের কার্গো শাখায় গেট পাস জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে রবিবার সকাল থেকে দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
ফলে পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোন পণ্য আমদানি রপ্তানি হয়নি।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৮টি স্বর্ণের বার উদ্ধার
গত দুই দিনেও গেট পাস জটিলতার সুরাহা না হওয়ায় বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ফলে দুই পাড়ের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, ট্রাকের ডেমারেজ চার্জও বাড়ছে। ট্রাকে পচে নষ্ট হচ্ছে পিয়াজ, মাছ, পান, ফল, মরিচসহ বিভিন্ন খাদ্যপণ্য। এর সুরাহা চান ব্যবসায়ী নেতার।
বন্দর ব্যবহারকারী সংগঠনের সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য আমদানিতে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখায় গেট পাস (আইজিএম) সম্পন্ন করা হতো ম্যানুয়ালে।
কাগজপত্রে ভুল হলে কাস্টমসের সহকারী কমিশনার তদন্ত করে সংশোধন পূর্বক পণ্য আমদানির নির্দেশনা দিতেন।
জানুয়ারি থেকে এনবিআর নির্দেশনা দেয় ভারত থেকে পণ্য আমদানিতে কাস্টমস কার্গো শাখায় প্রবেশ মুখেই অনলাইনে আইজিএম করতে হবে। ফলে ভুল হলে সংশোধনে বিড়ম্বনাসহ কালক্ষেপণ হবে ব্যবসায়ীদের।
সময় ও অর্থ অপচয় হবে প্রতিনিয়ত। ফলে ভারতের বন্দর ব্যবহারকারীরা বেনাপোল বন্দর দিয়ে গেট পাস ইস্যু বন্ধ করে দিয়েছে।
বেনাপোল বন্দরের ডাইরেক্টও আ. জলিল জানান, বিষয়টি নিরসনে রবিবার উভর দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে।
আশা করি দ্রুতই বিষয়টি সমাধান করা সম্ভব।
আরও পড়ুন: রোজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি
১০৪৮ দিন আগে
হিলি স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে।
এসময় সকাল থেকে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া হচ্ছে না বলেও জানা যায়।
বন্দরের বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: পায়ে হেঁটে ১৫ হাজার কি.মি. পাড়ি দিয়ে রোহান এখন হিলিতে
এদিকে কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এর ফলে শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। বছরের প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে বলে জানান তিনি।
আরও পড়ুন: হিলিতে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ জব্দ
পেপার স্প্রে করে জঙ্গি ছিনতাই: হিলি সীমান্তে বাড়তি সতর্কতা
১০৬৫ দিন আগে
বাংলা নববর্ষ: হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা ও নেয়াসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: টানা ৩ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ
এ ব্যাপারে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, পহেলা বৈশাখ সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপনে দুই দেশেরএই বন্দর দিয়ে পণ্য আনা ও নেয়া এবং বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ভারতের প্রজাতন্ত্র দিবস: হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
১৩৫২ দিন আগে
হিলি বন্দরে ৫ দিন বাণিজ্য বন্ধ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার থেকে পাঁচ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ থাকবে।
১৯৭৪ দিন আগে
হিলি বন্দরে বাণিজ্য বন্ধ থাকবে ৬ দিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
১৯৭৮ দিন আগে