খুনের অভিযোগ
কুমিল্লায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে খুনের অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সঙ্গে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারেন। সানাউল্লাহ বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে কথা-বার্তার এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন শফিউল্লাহকে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরিকাঘাতে খুন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শফিউল্লাহকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখানো কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: জাহাজে ৭ খুনের মামলায় ৭ দিনের রিমান্ডে ইরফান
১২৬ দিন আগে
ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ
ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব সিকদার নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাকিব সিকদার (২৫) স্থানীয় হাউজুদ্দিনের ছেলে। তিনি একজন ভ্যান চালক বলে জানা গেছে।অভিযুক্ত রুহুল আমিন (৩০) পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যার অভিযোগ
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শফি উল্লাহ জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরীপুর দেবুনিয়া কোম্পানির গেইটের সামনের একটি বাড়ি থেকে সাকিবের একটি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলেন রুহুল আমিন। ঘটনাটি টের পেয়ে চোরকে পেছন থেকে ধাওয়া করেন সাকিবসহ কয়েকজন।
এ সময় রুহুল আমিন ছুরিকাঘাত করলে সাকিব মারাত্নকভাবে আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই।
আরও পড়ুন: ফেসবুক পোস্টে রিঅ্যাক্টের জেরে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত
১৪০ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জে মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাশুড়ি সাকিনা বেগম শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ি চাঁদপুর এলাকার মৃত সফিকুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম কিবরিয়া জানান, তিন মাস আগে সকিনা বেগম উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। তবে তার জামাই টুটুল ইসলাম মানসিক ভারসাম্যহীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র নিহত
বুধবার রাত সোয়া ১০টার দিকে সাকিনা বেগম ঘরে শুয়ে ছিলেন। এমন সময় মানসিক ভারসাম্যহীন টুটুল ইসলাম সাবল দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে সাকিনা বেগম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শস্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকেই ঘাতক টুটুল ইসলাম পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ১০
১৬৮ দিন আগে
ভাবীর সঙ্গে অবৈধ সম্পর্ক, প্রবাসী ভাইকে খুনের অভিযোগ
মুন্সীগঞ্জে ভাবীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে প্রবাসী বড় ভাই হাসানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই হারুনের বিরুদ্ধে।
শুক্রবার (৮ নভেম্বর) সিরাজদীখানের চরপানিয়ায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসীরা হারুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এলাকাবাসীরা জানান, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: সিলেটে ভাইয়ের সঙ্গে জমির বিরোধে খুনের অভিযোগ
এদিকে ভাবীর সঙ্গে দেবরের অবৈধ সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হলে বড় ভাই খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।
অবৈধ সম্পর্কের জেরে তাদের বাড়িতে বৈঠক বসার কথা ছিল। এর আগেই ছোট ভাই চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেন।
পালিয়ে যাওয়ার সময় হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেন।
বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, অবৈধ সম্পর্কের জেরে তাদের বাড়িতে একাধিকবার বৈঠক হয়েছে।
এর সমাধান করতে বাধ্য হয়ে বড় ভাই হাসান কুয়েত থেকে দেশে আসেন বলে জানান ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মূল অভিযুক্ত আটক হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
অভিযোগ থাকলে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
১৭৪ দিন আগে
সিলেটে ভাইয়ের সঙ্গে জমির বিরোধে খুনের অভিযোগ
সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে সুলতান আহমদ নামের এক যুবক আপন চাচাতো ভাই হুসেন আহমদকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
স্থানীয়রা জানান, জমি নিয়ে হুসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে সুলতান ধারালো অস্ত্র দিয়ে আপন চাচাতো ভাই হুসেনকে গলকেটে হত্যা করে।
এসময় সুলতানকে গ্রামবাসীরা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুলতানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
১৭৪ দিন আগে
গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সবার দায়িত্ব: উপদেষ্টা
নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর সাসিন্দা এবং হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে।
স্থানীয়রা জানায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: আসিফ নজরুল
১৯৪ দিন আগে
ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
ভোলা সদর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছোট ভাই মজনু।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
নিহত আবদুল মালেক (৭০) ও অভিযুক্ত তাজল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের পাশাপাশি নির্বাচনি ফলাফল নিয়ে বৃস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এসময় তাজলের পরিবারের লোকজনের হামলায় আবদুল মালেক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ও গুরুতর আহত হন তাজলের আরেক ছোট ভাই মজনু।
পরে আহত মজনুকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘটনার পর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আবদুল মালেক নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও দুইজনকে আটক করা হয়েছে।
৩৪৩ দিন আগে
সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
বাগেরহাটে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে খুনের অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িঘাটা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের অভিযোগ
নিহত জামিল সরদার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িঘাটা গ্রামের সাহাব উদ্দিন সরদারের ছেলে।
আহত সবুজ সরদার ও দেলোয়ার সরদারকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সকালে ইসরাইল সরদারের ছেলে রইস সরদার ও তার স্ত্রী সাহিদা বেগম সেখানে এসে জামিল সরদারকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ২
৪৩৬ দিন আগে
লালমনিরহাটে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান উপজেলা বসিনটারী এলাকার খাইরুল ইসলামের ছেলে। ও অভিযুক্ত রবিউল ইসলামের (৪৫) বড় ভাই।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
এলাকাবাসী জানায়, সোমবার ছোট ভাই রবিউল ইসলাম নিহত মিজানুরের জমি দিয়ে নালা তৈরি করার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ২টার দিকে ছোট ভাই রবিউল, বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে আঘাত করে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রমেক হাসপাতালে ভর্তি নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়।
আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
৪৫০ দিন আগে
জামালগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ
সুনামগঞ্জের-জামালগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে নুরু মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে নূর মিয়াকে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার পরিদর্শক (এসআই) সৌরভ দাস জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
৭০৩ দিন আগে