বাগেরহাটে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে খুনের অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িঘাটা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের অভিযোগ
নিহত জামিল সরদার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িঘাটা গ্রামের সাহাব উদ্দিন সরদারের ছেলে।
আহত সবুজ সরদার ও দেলোয়ার সরদারকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সকালে ইসরাইল সরদারের ছেলে রইস সরদার ও তার স্ত্রী সাহিদা বেগম সেখানে এসে জামিল সরদারকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন