ম্যানেজার
সিলেট গ্যাস স্টেশনে জেনারেটর বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে ম্যানেজারের মৃত্যু
সিলেটের মিরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৯ জনের মধ্যে একজন সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক (২৮) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট বিমানবন্দর থানাধীন কোরবানটিলা এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের চাচাতো ভাই আহমেদ শাহনূর জানান, রুমেলের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার ভাই মারা যায়।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
৫ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণের পর আগুন লেগে ৯জন দগ্ধ হন।
আহতদের মধ্যে সাতজন গ্যাস স্টেশনের কর্মচারী, বাকি দুজন পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরোটি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১৫-৪০ শতাংশ পুড়ে যাওয়া আহতদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, গ্যাস স্টেশনে অগ্নি নিরাপত্তার অভাব ছিল। গ্যাসের ভালভের ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঢামেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিসহ ২ বন্দির মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রামে ৫ লক্ষাধিক টাকার নকল প্রসাধনী ধ্বংস, ম্যানেজারের কারাদণ্ড
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় ভেজাল বিরোধী অভিযানে নকল প্রসাধনী তৈরি ও বিক্রির অভিযোগে একটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কারখানার ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, কারখানাটিতে তৈরি ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের একটি দল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম মো. খায়রুজ্জামান রাজু।
জানা যায়, বিএসটিআই’র সহযোগিতায় পরিচালিত এ অভিযানকালে বায়েজিদ এলাকার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামক এ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যাথ্যানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এছাড়া, বিভিন্ন সাবানে বিএসটিআই এর অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখা গেছে। প্রচণ্ড নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে এসকল পণ্য তৈরির দায়ে কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া, ফ্যাক্টরিতে আটক তিনজন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে টাইলে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কারও বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবার বা তদন্ত করার জন্য নির্দেশ দেবার ক্ষমতা মোবাইল কোর্টের নাই। আমরা যাকে হাতেনাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভেজাল বিরোধী এধরনের অভিযান অব্যাহত থাকবে। রেয়াজ উদ্দীন বাজার সহ অন্যান্য যেসকল বাজারে এগুলো বিক্রি হয় সে সকল জায়গায় আমরা অভিযান চালাব।
আরও পড়ুন: চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযান: আসামির রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে ৯ ঘন্টার মাথায় অপহৃত শিশু উদ্ধার, যুবক আটক
১ বছর আগে
ফেঞ্চুগঞ্জে আশা’র ম্যানেজারকে কুপিয়ে হত্যা করল বাবুর্চি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এনজিও আশা’র বাবুর্চির দায়ের কোপে একই প্রতিষ্ঠানের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম (৪৮) খুন হয়েছেন।রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজারের নিজামপুরস্থ আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, এই অফিসের বাবুর্চি মো. ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করে। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে।তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে অফিসের মধ্যে দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাতাড়িভাবে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে অফিস থেকে পালিয়ে যায় ফজল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।কি কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: যশোরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক
চট্টগ্রামে পরিবহন শ্রমিককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ
২ বছর আগে
সেবা এগ্রোটেক এন্ড সিডস’র লজিস্টিক সল্যুশন পার্টনার হলো 'সহজ'
সম্প্রতি সহজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেড। এই চুক্তির আওতায় এখন থেকে দেশব্যাপী সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ওয়ান স্টপ লজিস্টিক সল্যুশন পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।
৩ বছর আগে
১২ কোটি টাকা আত্মসাৎ: বগুড়ায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেপ্তার
যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে