সিলেটের মিরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৯ জনের মধ্যে একজন সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক (২৮) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট বিমানবন্দর থানাধীন কোরবানটিলা এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের চাচাতো ভাই আহমেদ শাহনূর জানান, রুমেলের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার ভাই মারা যায়।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
৫ সেপ্টেম্বর সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণের পর আগুন লেগে ৯জন দগ্ধ হন।
আহতদের মধ্যে সাতজন গ্যাস স্টেশনের কর্মচারী, বাকি দুজন পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরোটি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১৫-৪০ শতাংশ পুড়ে যাওয়া আহতদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, গ্যাস স্টেশনে অগ্নি নিরাপত্তার অভাব ছিল। গ্যাসের ভালভের ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।