ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পের ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা
ভেনিজুয়েলায় প্রবেশকারী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেলের ট্যাঙ্কারের ওপর সর্বাত্মক অবরোধের নির্দেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপ প্রয়োগ তৎপরতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভেনিজুয়েলার বিরুদ্ধে অবরোধের ঘোষণা দেন ট্রাম্প।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার উপকূলবর্তী প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে বিভিন্ন জাহাজের ওপর ইতোমধ্যে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলা বহু মানুষ হতাহত হয়েছেন।
গত সপ্তাহে ক্যারিবিয়ান সাগর পাড়ি দেওয়ার সময় ভেনিজুয়েলা উপকূল থেকে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। নিউইয়র্ক টাইমসের মতে, ট্যাঙ্কারটিতে ভেনিজুয়েলার প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে ‘প্রকাশ্যে চুরি’ এবং ‘আন্তর্জাতিক দস্যুবৃত্তি’ হিসেবে আখ্যায়িত করেছে, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অবরোধের ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভেনিজুয়েলা মাদক পাচার ও অন্যান্য অপরাধে অর্থায়নের জন্য এই তেল ব্যবহার করছে। একই সঙ্গে (ভেনিজুয়েলা উপকূলে) সামরিক শক্তি আরও জোরদার করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনিজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। এই বহর আরও বড় হবে এবং তারা (ভেনিজুয়েলা) এমন এক ধাক্কা খাবে যা তারা আগে কখনো দেখেনি... আজ আমি ভেনিজুয়েলায় আসা-যাওয়া নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেলের ট্যাঙ্কারের ওপর “সর্বাত্মক ও সম্পূর্ণ অবরোধ”-এর নির্দেশ দিচ্ছি।’
তবে কীভাবে এই অবরোধ কার্যকর করা হবে এবং গত সপ্তাহের মতো জাহাজ আটকানোর কাজে কোস্ট গার্ডকে ব্যবহার করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি মার্কিন প্রশাসন ওই অঞ্চলে হাজার হাজার সৈন্য এবং একটি বিমানবাহী রণতরীসহ প্রায় বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
১২ দিন আগে
‘বেরিলের’ আঘাতে ভেনিজুয়েলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত ২৫ হাজার নাগরিক
হারিকেন বেরিলের আঘাতে উত্তর-পূর্ব ভেনিজুয়েলার সুক্রে রাজ্যের অন্তত ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের দুজন নাগরিক নিহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিজিও সেবায়োস মঙ্গলবার বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ঘূর্ণিঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন, যাদের অনুসন্ধান চলছে।’
দেশটির রাষ্ট্রীয় ভেনেজোলানা দে টেলিভিশনকে তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টিতে ২৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আরও পড়ুন: চতুর্থ ক্যাটাগরির অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বেরিল’
এদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একটি এক্স পোস্টে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের নিয়ে গঠিত একটি কমিশন সুক্রে যাচ্ছে।
‘বেরিলের’ প্রভাবে মঙ্গলবার সকাল থেকে সুক্রের কুমানাকোয়ায় ভারী বৃষ্টি শুরু হয়। এতে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মানজানারেস নদী প্লাবিত হয়ে কুমানাকোয়া শহরটি তলিয়ে যায়।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, ২৭০ কিলোমিটার বেগে ভেনেজুয়েলা উপকূলে আছড়ে পড়ে পঞ্চম ক্যাটাগরির অতি তীব্র হারিকেন বেরিল।
আরও পড়ুন: গ্রীষ্মমণ্ডলীয় ‘ঘূর্ণিঝড় ফ্রেডি’ সবচেয়ে দীর্ঘ ছিল: জাতিসংঘের আবহাওয়া সংস্থা
৫৪৪ দিন আগে
আবারও ঢাকার মাঠে খেলবেন মেসির আর্জেন্টিনা?
ঢাকা, ০৯ অক্টোবর (ইউএনবি)- আট বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও তার দল।
২২৭৩ দিন আগে