সাংসদ
সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান আর নেই।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুপুর ১টা ৫০ মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর দ্বিতীয় জানাজা আজ এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথ উপজেলায় তার নিজের বাড়িতে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম খান ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন (বর্তমান সিলেট-২) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।
আরও পড়ুন: র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গোপালগঞ্জের আ.লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
জনগণ আমলাতন্ত্রের কাছে জিম্মি: ক্ষমতাসীন দলের সাংসদ
ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ আমলাদের কড়া সমালোচনা করে বলেছেন, জনগণ আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘আমরা আমলাতন্ত্রের কাছে জিম্মি। আমলাতন্ত্র থেকে মুক্তি পেতে হলে সবাইকে সোচ্চার হতে হবে।’
সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাজিম উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন আমলাতান্ত্রিক সমস্যায় ভুগছি। আমলারা যেভাবে কথা বলেন তাতে মনে হয় তাদের কাছে সংসদ সদস্যদের কোনো মূল্য নেই। সংসদ সদস্য হিসেবে তাদের কাছে গেলে কোনো সম্মান পাই না।’
এই সাংসদ বলেন, ‘তার নির্বাচনী এলাকায় হাসপাতাল, বিভিন্ন স্কুল-কলেজের ভবন, রাস্তা-মসজিদসহ অনেক উন্নয়ন প্রকল্প অর্ধেকে থমকে আছে।’
আরও পড়ুন: ক্ষমতায় টিকে থাকতে আ’লীগ আমলাতন্ত্রকে ব্যবহার করছে: ফখরুল
তিনি বলেন, ‘একের পর এক সব উন্নয়ন কাজ বন্ধের পথে। ঠিকাদারদের অভিযোগ, তারা বিল পাচ্ছেন না এবং টাকা ছাড়া প্রকল্পের কাজ করতে পারছেন না।’
নাজিম উদ্দিন বলেন, ‘যদি এমন হয়, তাহলে আমরা ভোটের সময় জনগণের কাছে জবাব দিতে পারব না। কারণ পরবর্তী সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র দুই বছর।’
তিনি বলেন, ‘একজন সাংসদকে তার প্রাপ্য মর্যাদা খুব কমই দেয়া হয়। এমনকি সরকারি দপ্তরের পিয়নও এমপিদের যথাযথ মূল্যায়ন করে না।’
আরও পড়ুন: ভারতের আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প
এছাড়া ইউটিউবের মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানো হয় অভিযোগ করে নাজিম উদ্দিন সরকারকে ইউটিউব বন্ধের দাবিও জানান।
২ বছর আগে
শুল্কমুক্ত বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন সাংসদরা
সংসদ সদস্যরা এখন থেকে শুল্কমুক্ত হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর )।
২,০০০ সিসি হাইব্রিড মোটর কার বা মাইক্রো-বাস, বা ৪,৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড জিপ বা বৈদ্যুতিক মোটর চালিত গাড়ি বা শুধুমাত্র গাড়ি আমদানির জন্য শুল্কমুক্ত ছাড় ঘোষণা করা হয়েছে।
বুধবার এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১,৬৫০ সিসি পেট্রোল বা পেট্রোল চালিত মোটর গাড়ি বা ১,৮০০ সিসি ডিজেল চালিত মোটর গাড়ি বা ২,০০০ সিসি মাইক্রোবাস, ৩০০০ সিসি পর্যন্ত পেট্রোল বা পেট্রোল চালিত জিপ, ৪,৫০০ সিসি ডিজেল চালিত জিপ শুল্কমুক্ত আমদানি করতে পারবেন সাংসদরা।
একজন সাংসদ তার মেয়াদে শুল্ক, বিক্রয় কর, উন্নয়ন চার্জ ও আমদানি পারমিট ফি না দিয়ে একটি গাড়ি আমদানি করতে পারেন। উল্লেখ্য এরই মধ্যে প্রায় সব সংসদ সদস্যই এই সুবিধার আওতায় গাড়ি আমদানি করেছেন।
১৯৮৭ সালের ২৪ মে এইচ এম এরশাদের শাসনামলে যানবাহন আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চালু করা হয়েছিল। তবে শুল্কমুক্ত সুবিধার চরম অপব্যবহারের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের জুনে এই সুবিধা বাতিল করেছিল।
আরও পড়ুন: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে দ. কোরিয়ার প্রতি ঢাকার আহ্বান
বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দিল চীন
২ বছর আগে
ভোটাধিকার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি সাংসদ প্রাণ গোপাল দত্তের
সদ্য নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সকল নির্বাচনে চান্দিনার প্রতিটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিব।’
শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংসদ ডা.প্রাণ গোপাল দত্ত এই কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা
৩ বছর আগে
বাল্যবিয়ে প্রতিরোধে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধে নারীশিক্ষাকে উৎসাহিত করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে তথা বিএপিপিডির সকল কর্মকান্ড তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সকলের সম্মিলিত প্রয়াস জরুরি।
শনিবার গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) কর্তৃক বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার পরামর্শ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা রোধে নারী নেতৃত্ব প্রয়োজন: স্পিকারস্পিকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁকে 'এসডিজি প্রগেস এওয়ার্ড'-এ ভূষিত করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের জনবান্ধব ধারণাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত চিন্তার ফসল। কারণ, তিনি গ্রামে, চরে, প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সেবা দেয়ার বিষয়টি সর্বদা প্রাধান্য দেন।
সমগ্র বাংলাদেশে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক কাজ করছে, সরকারের পক্ষ থেকে প্রায় বত্রিশ রকমের ঔষধ সেখানে বিনামূল্যে বিতরণের ব্যবস্থা রয়েছে। মা ও শিশুসেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশুটিকা প্রদান কার্যক্রম কমিউনিটি ক্লিনিকগুলো দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন স্পিকার।
আরও পড়ুন: কুড়িগ্রামে এক বিদ্যালয়ে ৮৫ শিক্ষার্থীর বাল্যবিয়ে!ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিডকালীন সময়ে সমগ্র বিশ্বে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নারী সহিংসতা, বাল্যবিয়ের মতো উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে উত্তরণ ঘটাতে হবে। কন্যাসন্তানদের অস্বচ্ছল পিতা-মাতাদের আস্থাহীনতার কারণে করোনাকালীন সময়ে বাল্যবিয়ে বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে কন্যাসন্তান তাদের জন্য বোঝা নয়। আইন প্রণয়নের পাশাপাশি অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষিতে কন্যাসন্তানদের এগিয়ে নিতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম সকলের প্রচেষ্টায় সচেতনতা তৈরি করতে হবে।
আরও পড়ুন: করোনা: কুড়িগ্রামে ঝরে পড়েছে ৫০ হাজার শিশু, বাল্যবিয়ের শিকার বালিকারামহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ‘বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক বেগম মেহের আফরোজ এমপি-র সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে নজরুল ইসলাম বাবু এমপি, আরমা দত্ত এমপি, শিউলি আজাদ এমপি, শবনম জাহান এমপি, ফখরুল ইমাম এমপি বক্তব্য রাখেন। প্রকল্প পরিচালক যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন। কর্মশালায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
বরিশালের হিজলায় সাংসদ পঙ্কজের গাড়ি বহরে ‘হামলা’
বরিশাল, ৯ জুন (ইউএনবি)- বরিশালের হিজলা থেকে মেহেন্দিগঞ্জে ফেরার পথে বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে এই হামলার ঘটনা ঘটে। এতে পঙ্কজ নাথের গাড়ি চালক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে হিজলা ডাকবাংলোতে বিশ্রাম নেয়ার পর এমপি পঙ্কজ তার লোকজন নিয়ে মেহেন্দিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে পুরাতন হিজলা ফেরীঘাটের দিকে রওয়ানা হন।
আরও পড়ুন: পুলিশী প্রহরায় বরিশালে বিএনপির প্রতিবাদ সভাএমন সময় হিজলা উপজেলার খুন্না বাজারে আওয়ামী লীগের কার্যালয় থেকে কতিপয় নেতাকর্মীরা বের হয়ে পঙ্কজ নাথের গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পঙ্কজ নাথকে বহনকারী গাড়িটির পাশের কাচ ভেঙে যায় এবং গাড়ি চালক শুক্কুর আহমেদ আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।স্থানীয়দের ধারণা বিকালে বড়জালিয়া ইউনিয়নের দলীয় অনুষ্ঠানে সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনায়েত হোসেনের বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থী পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদের পক্ষে বক্তৃতা দেন পঙ্কজ নাথ। সেই ঘটনার জের ধরে এই হামলা হতে পারে।
আরও পড়ুন: বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৪ চেয়ারম্যানহিজলা থানার পরিদর্শক তারিকুল ইসলাম রাসেল বলেন, ‘এমপি পঙ্কজ নাথের ওপর সরাসরি নয়, তার গাড়ি বহরে হামলা হয়েছে। এতে এমপির গাড়ির কাচ ভেঙে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।এদিকে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, ‘আমার বা আমার গাড়ি বহরে কোনও হামলা হয়নি। গুজব ছড়ানো হচ্ছে। বাউশিয়া খেয়াঘাট নিয়ে ওখানকার শ্রমিকলীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল। তাদের মধ্যে যখন ঝামেলা চলছিল ঠিক সেই সময়ে আমার গাড়ি ওই এলাকা ক্রস করছিল। এই বিষয়টিকে সবাই গুলিয়ে ফেলেছে।’
৩ বছর আগে
আর্থিক খাতে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স: অর্থমন্ত্রী
আর্থিক খাতে অনিয়মের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে আগামী এক বছরের মধ্যে ১৫টি আইন প্রণোয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার ২০২১-২২ রাজস্ব বছরের বাজেটে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জন্য মঞ্জুরি দাবির প্রেক্ষিতে বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে গেলে আপনাদের মতো আমারও খারাপ লাগে। আমি সর্বদা যে কোনো পরিস্থিতিতে অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা সবাই এবং আমাদের সরকারও এগুলো বন্ধ করতে চায়।’
আরও পড়ুন: বর্তমানে বাংলাদেশ 'বিস্ময়ের বিস্ময়’: অর্থমন্ত্রী
মন্ত্রী বলেন, এমন একটা সময় ছিলে যখন সিমেন্টের নাম করে বালু আসত। এক পণ্যের নাম করে আরেকটা পণ্য আসত। তবে এখন আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং খুব কমই হয়। তবে একদম বন্ধ হয়ে গেছে বলব না। আমরা পত্রপত্রিকায় এমন খুব কমই দেখতে পাই।’
তিনি বলেন, 'আমি জানি কীভাবে এগুলো হয়, তবে কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, অকার্যকারী ব্যবস্থাপনার কারণে এগুলো হয়। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।' ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে দায় নিয়ে কাজ করতে পারে, সে ব্যবস্থা করে দিতে নতুন নতুন আইন করা হবে বলে মন্ত্রী জানান।
বিরোধী দলের সাংসদদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, 'কারা অর্থপাচার করে তাদের নাম যদি আপনারা জেনে থাকেন তবে আমাদের জানান। আমাদের মতো এই সংসদে আপনাদেরও দায়িত্ব রয়েছে, আপনারা যদি আমাদের সাহায্য করেন তবে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যাবে।'
৩ বছর আগে
খুলনার সাবেক সাংসদ নুরুল হক আর নেই
খুলনা-৬ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শেখ মো. নুরুল হক আর নেই।
৪ বছর আগে