সংসদ সদস্যরা এখন থেকে শুল্কমুক্ত হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর )।
২,০০০ সিসি হাইব্রিড মোটর কার বা মাইক্রো-বাস, বা ৪,৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড জিপ বা বৈদ্যুতিক মোটর চালিত গাড়ি বা শুধুমাত্র গাড়ি আমদানির জন্য শুল্কমুক্ত ছাড় ঘোষণা করা হয়েছে।
বুধবার এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১,৬৫০ সিসি পেট্রোল বা পেট্রোল চালিত মোটর গাড়ি বা ১,৮০০ সিসি ডিজেল চালিত মোটর গাড়ি বা ২,০০০ সিসি মাইক্রোবাস, ৩০০০ সিসি পর্যন্ত পেট্রোল বা পেট্রোল চালিত জিপ, ৪,৫০০ সিসি ডিজেল চালিত জিপ শুল্কমুক্ত আমদানি করতে পারবেন সাংসদরা।
একজন সাংসদ তার মেয়াদে শুল্ক, বিক্রয় কর, উন্নয়ন চার্জ ও আমদানি পারমিট ফি না দিয়ে একটি গাড়ি আমদানি করতে পারেন। উল্লেখ্য এরই মধ্যে প্রায় সব সংসদ সদস্যই এই সুবিধার আওতায় গাড়ি আমদানি করেছেন।
১৯৮৭ সালের ২৪ মে এইচ এম এরশাদের শাসনামলে যানবাহন আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চালু করা হয়েছিল। তবে শুল্কমুক্ত সুবিধার চরম অপব্যবহারের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের জুনে এই সুবিধা বাতিল করেছিল।
আরও পড়ুন: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে দ. কোরিয়ার প্রতি ঢাকার আহ্বান