সিএনজিচালিত অটোরিকশা
পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে সিএনজিচালিত অটোরিকশায় আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে পুরান ঢাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আজ (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিএনপি ও অন্যান্যদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে
তিনি বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার সকালে দেশব্যাপী পঞ্চম দফা অবরোধ শেষ হওয়ার পর ১৫ নভেম্বর ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। যা আজ সকাল ৬টায় শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
ঢাবি উপাচার্যের বাসভবনের কাছে ৩টি ককটেলের বিস্ফোরণ
১ বছর আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মনির (৫০) ও বগুড়ার শাহাজানপুর থানার মো. দিলবার পাইকারের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক কালু শাহ মাজার এলাকার বাসিন্দা মো. শহীদ (৩২)।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, যুবলীগ নেতা আহত
১ বছর আগে
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ও দিবাগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল জানান, এই দুর্ঘটনার আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম, তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আমরা এ ঘটনার মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলো- চাঁদপুর জেলার মতলব থানার মুন্সীরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এফাজুল হক, তার ছেলে মোস্তাকিম ও মাইক্রোবাসের চালক নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাবদীবাজার এলাকার সুভাস চন্দ্রের ছেলে সাগর চন্দ্র।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, বেপরোয়া গতি ও ওভারটেকিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ট্রাক ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বজনরা লাশগুলো বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ বছর আগে
গাজীপুরে ট্রাকচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১১ জুন) সকাল ৬টায় উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত
তিনি আরও বলেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১
১ বছর আগে
পাবনায় সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনার সিএনজি চালকসহ আর তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুবুর আলম (৪০) ও তার দেড় বছর বয়সী ছেলে আব্দুর রহমান। নিহত মাহবুবুর আলম পাবনায় স্কয়ার গ্রুপে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজার অনুষ্ঠান শেষ করে মাহবুবুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি করে পাবনা যাচ্ছিলেন।
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিন রাস্তার মোড় নামক রাস্তার বাঁকে পৌঁছানো মাত্র বিপরীতগামী টাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে দুইজনের লাশ উদ্ধার করে এবং সিএনজি চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১
ওসি জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে।
স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বুধবার (৭ জুন) সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩
১ বছর আগে
ফরিদপুরে পিকআপ-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরে পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরস্পর আত্মীয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, প্রচণ্ড গরমের কারণে রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল তারা। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রেখেছে।
পিকআপের চালক পলাতক রয়েছে। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১০
১ বছর আগে
গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম শামীম, তার স্ত্রী শিমু সরকার ও শাকিল মিয়া এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানায়, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী ‘শানে খোদা’ নামে পরিবহনের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা সিএনজি চালক মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পড়ে থাকা তিন যাত্রীর লাশ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ আরও জানায়, গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে অঞ্জাতনামা সিএনজি চালক মারা যায়। অপরজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি। তিনজনের লাশ পুলিশকে আমরা হস্তান্তর করে আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি বলেও জানান তিনি।
আরও পড়ুন: কলাবাগানে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বুধবার একটি মেয়ে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আলী হোসেন (৬৮), সালমা বেগম (৫৬), আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), আইনুল হক (৫০) ও সিএনজি চালক আব্দুর রব (৩৫)।
আহতরা সবাই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৭
ঢাকা-মাওয়া হাইওয়েতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
১ বছর আগে
কক্সবাজার মেরিন ড্রাইভে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের লম্বরি মেরিন ড্রাইভ অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুজন সিএনজি অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধ নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২ বছর আগে
কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
জেলার ভৈরবে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেই সাথে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
৩ বছর আগে