আনসার সদস্য
৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ
চাকরি জাতীয়করণের দাবিতে হামলা ও ভাঙচুরের মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাদের ওপর হামলার ঘটনায় সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।
এর মধ্যে রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: সচিবালয় থেকে আটক ৪০ আনসার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর
সোমবার (২৬ আগস্ট) আনসার সদস্যদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন ৩৮৮ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, এদিন শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে আনা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত ৩ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যকে আসামি করা হয়েছে।
এসব মামলার অভিযোগ থেকে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় রাজপথ অবরোধ করে রাখে। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার
গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
২ মাস আগে
রাজশাহীতে বখাটের ঘুষিতে আনসার সদস্য নিহত
রাজশাহী রেল স্টেশনে যাত্রীবেসে বখাটের ঘুষিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) জয়েন উদ্দীনের ছেলে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য তাদের বের হয়ে যেতে বললে তারা তর্কাতর্কিতে জড়ান।
আরও পড়ুন: পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু!
এক পর্যায়ে ওই যুবকরা মাইনুলকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়েছেন। তবে এরা স্থানীয় বখাটে বলে মনে হচ্ছে।
সেখানে কি ঘটেছে বা কীভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরাও দেখা হবে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ!
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
৯ মাস আগে
চট্টগ্রাম বন্দরে ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আনসার সদস্য আহত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পর্যবেক্ষণ (ওয়াচ টাওয়ার) ধসে পড়ে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ১২টার দিকে বন্দরের ৫ নম্বর গেটে শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের একটি ট্রেইলারের ধাক্কায় ওয়াচটাওয়ারটি ভেঙ্গে পড়ে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়।
আহত আনসার সদস্যের নাম মো. রাজিব। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, দুপুরে এনসিটি গেট এলাকায় একটি ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে। সেখানে থাকা এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, ‘কেডিএসের একটি ট্রেইলার পেছানোর সময় ওয়াচটাওয়ারে ধাক্কা লাগে। এতে টাওয়ারটি ধসে পড়লে আনসার সদস্য ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।’
আরও পড়ুন: হিলি চেকপোস্টে আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ
নাটোরে আনসার সদস্যের লাশ উদ্ধার, ভাবি আটক
১১ মাস আগে
হিলি চেকপোস্টে আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ
দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতীয় অবৈধ মালামালের ব্যাগ আটক করা নিয়ে কাস্টমসের পাসপোর্ট শাখার আনসার সদস্যকে লাথি মারার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হিলি কাস্টমসের পাসপোর্ট শাখায় কর্মরত আনসার সদস্য মাসুদ রানা জানান, ‘রবিবার দুপুর ২টার দিকে দিনার নামে এক ব্যক্তি বলেন যে ইন্ডিয়া থেকে আমার ব্যাগ আসবে তুমি আমার ব্যাগ আটক করবে না। এর কিছু পর তার ব্যাগ আসলে আমি কাস্টমসের পাসপোর্ট শাখায় তল্লাশির জন্য নিতে বললে সে আমাকে অশ্লিলভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগ নিয়ে চলে যায়।’
আরও পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে কেন ব্যাগ নিয়ে যাওয়া হলো এ কথা বললে দিনার একপর্যায়ে আমাকে লাথি মারলে আমি মাটিতে পড়ে যাই। পরে আমার সহকর্মীরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এব্যাপারে আমি থানায় মামলার করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস জানান, বিজিবি কর্তব্যরত থাকা অবস্থায় পাসপোর্ট-ভিসা ছাড়াই স্থানীয় লাগেজপার্টি দিনারসহ তার লোকজন দুপুর ২টার দিকে হিলি চেকপোস্টের জিরো পয়েন্ট থেকে ভারতীয় অবৈধ মালামালের ব্যাগ নিয়ে কাস্টমসের পাসপোর্ট শাখার কাছে আসে। এসময় কর্তব্যরত আনসার সদস্য মাসুদ রানা তাদের ব্যাগটি পাসপোর্ট শাখায় নিতে বলে। তখন দিনার কাস্টমস শাখায় ব্যাগ না ঢুকিয়ে তল্লাশি ছাড়াই বাইরে দিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, ওই আনসার সদস্য অবৈধভাবে ব্যাগ নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে দিনার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সজোরে লাথি মারে। এর তিন মাস আগেও দিনার আমাকে সহ কাস্টমস কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি সহ হাত কেটে নেয়ার হুমকি দিয়েছিল।
ওই ঘটনায় দিনারের নামে দিনাজপুর আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই ব্যক্তি বারবার এই ধরনের অপরাধ করছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাস্টমস কর্তৃপক্ষ বা আনসার সদস্যদের পক্ষে থানায় মামলা বা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
তিনি আরও জানান, এর আগেও দিনারের নামে একই অভিযোগ রয়েছে। এ ঘটনায় দিনারের নামে আদালতে প্রসিকিউশন মামলা রয়েছে।
আরও পড়ুন: ১৫ মার্চের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ
হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: অবশেষে লাশ হস্তান্তর
১ বছর আগে
নাটোরে আনসার সদস্যের লাশ উদ্ধার, ভাবি আটক
নাটোরের বাগাতিপাড়ায় মৃত চাচাতো ভাইয়ের ঘর থেকে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি লাবনী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শাকিবুল ইসলাম সোহাগ (২৭) ওই গ্রামের বাসিন্দা এবং একটি ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আরও পড়ুন: শার্শা সীমান্তে ৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ২
আটক লাবনী বেগম নিহতের চাচাতো ভাইয়ের বিধবা স্ত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শাকিবুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার ছুটিতে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে আসেন। রাত সাড়ে ৩ টার দিকে চাচাতো ভাইয়ের বিধবা স্ত্রী লাবনীর ঘরে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক: র্যাব
ভোলায় চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন: ইউপি সদস্যসহ আটক ২
১ বছর আগে
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে আনসার সদস্যের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে বড়াল নদে পড়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইউএনও পার্ক এলাকায় বড়াল নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাদেকুল ইসলামের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মুরাদপুরে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দুপুরে সাদেকুল জাল নিয়ে বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন বড়াল নদের মাছ ধরার জন্য জাল ফেললে পা ফসকে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা পানিতে তল্লাশি চালিয়ে সাদেকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মতলব দক্ষিণে খেলতে খেলতে খাদের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
বাগেরহাটে জোয়ারের পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
২ বছর আগে
মানিকগঞ্জে আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ চত্বরে শুক্রবার রাতে ৪০ বছর বয়সী এক আনসার সদস্যকে তারই এক সহযোগী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত মো. আব্দুল কুদ্দুস দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ফরিদপুরে আনসার সদস্যদের ওপর হামলা, আহত ৫
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ জানান, কুদ্দুস উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে নৈশ প্রহরীর কাজ করতেন। শুক্রবার রাতে কুদ্দুসের সঙ্গে তার সহকর্মী শাহিন (২৭) কথা কাটাকাটি হয়। রাগের মাথায় শাহিন কুদ্দুসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ শনিবার সকাল ৬টার দিকে লাশ উদ্ধার করে শাহিনকে আটক করে বলে জানান ওসি রিয়াজউদ্দিন আহমেদ।
২ বছর আগে
খুলনায় সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
খুলনার রূপসা আলাইপুর আনসার ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস চাপায় এক আনসার সদসস্য নিহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম ইউসুফ আলী (৪৬)। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় সোর্পদ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক আনসার সদস্য মো. ইউনুস আলীকে চাপা দেয়।
রূপসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ইউনুস আলী চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে মিস ফায়ারে আনসার সদস্য নিহত
মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
৩ বছর আগে
কক্সবাজারে মিস ফায়ারে আনসার সদস্য নিহত
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষ করে নিজের শটগান থেকে গুলি আনলোড করার সময় মিস ফায়ারে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
নিহত মো. বেলাল উদ্দিন (২২) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
আরও পড়ুন: খুলনার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত
আনসার ও ভিডিপির জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ বলেন, 'ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিল বেলালসহ কয়েকজন সদস্য। সেখানে ভুলবশত গুলি বের হয়ে বেলালের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে আসলেই তার শটগান থেকে গুলিটা বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জেলা কমান্ডার জানান, সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেয় বেলাল। এটি তার দ্বিতীয় নির্বাচনের দায়িত্ব ছিল।
আরও পড়ুন: বেগমগঞ্জে চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে। তদন্তে সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
খাগড়াছড়িতে পোস্ট কমান্ডারকে হত্যার দায়ে আনসার সদস্যের মৃত্যুদণ্ড
দীঘিনালায় আনসার ভিডিপি‘র পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত বাহিনীর সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৪ বছর আগে