সিলেট ওসমানী হাসপাতাল
সিলেট ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিন দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
এর আগে সোমবার (১৬ জুন) সকাল থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে সংকটে পড়ে চিকিৎসা সেবা। পরে বিকাল ৪টার দিকে কলেজ প্রশাসনের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মানবপ্রাচীর
ইন্টার্ন চিকিৎসকরা জানান, রবিবার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন।
এমন ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভূত উল্লেখ করে এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন ইন্টার্নরা।
এদিকে, এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২১২ দিন আগে
সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৫ নারী আটক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
এই সময় তাদের কাছ থেকে তারা মার্কা লকেটযুক্ত স্বর্ণের চেইন উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার ওজন ১৪ আনা চার রতি যার মূল্য প্রায় ৬৮ হাজার ৭৫০ টাকা।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার
আটকরা হলেন, লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তাদের সবার বাড়ি সিলেটের হবিগঞ্জ উপজেলায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা যুবক আটক, ৫ লাখ ইয়াবা জব্দ
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা অসহায় মানুষের কাছ থেকে স্বর্ণের চেইন ও টাকা পয়সা কৌশলে চুরি করতো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৪৬৩ দিন আগে
ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৯৯৩ দিন আগে