রহস্যজনক মৃত্যু
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিছানায় পড়ে থাকা সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭) মোহনা পঞ্চম শ্রেণি এবং বন্যা প্রথম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়া পাঁচ বছর আগে সৌদি আরবে যান। তাঁর স্ত্রী তাছলিমা দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার সহপাঠী বাড়িতে আসে। মোহনাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়।
পরে ভিতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে। এতে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুঁটে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দুটি বিছানায় মা ও দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে, নমুনা সংগ্রহ করছেন। আমরা পিবিআইকে এখানে সম্পৃক্ত করেছি। যে সমস্ত আলামত রয়েছে তা সংগ্রহে কোনো ধরনের যেন জটিলতা সৃষ্টি না হয় সে জন্য আমরা ঘটনাস্থলকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রেখেছি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে ইউএনও'র গাড়ি ভাঙচুর
১১ মাস আগে
চাচার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো সুরভী!
নরসিংদীতে চাচার বাড়িতে বেড়াতে আসা তরুণীর ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যু
নিহত সুরভী আক্তার (২৮) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।
এর আগে শনিবার দুপুরে ব্যাংক কলোনীতে তার চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে তরুণী।
পুলিশের ধারণা, শনিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। এদিকে, ঘটনার পর থেকে সুরভীর দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়া পলাতক রয়েছেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, সুরভীর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩
মতিঝিলে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
১ বছর আগে
কুষ্টিয়ায় নিজ বাসায় হিন্দু নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের নিজ বাসায় সোমবার সন্ধ্যায় ৫৫ বছর বয়সী এক হিন্দু নারীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শেফালী বিশ্বাস ওই এলাকার পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ও পরিবারের সদস্যরা।
নিহতের স্বামী আনন্দ কুমার বলেন, ‘আমরা দোতলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিলেন। চারতলায় নির্মাণকাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। বাসায় নেমে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্নও আছে। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ১০৫ বছর বয়সী নারীর মৃত্যু
তিনি বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তার গলা ও চোখের ওপরে জখম আছে।’
তবে নিহতের ভাই দীপক বিশ্বাস দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য বের করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।
সিআইডির পরিদর্শক স্বপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ছাব্বিরুল আলম জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
২ বছর আগে
কুষ্টিয়ায় বউ-শাশুড়ির রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে বউ-শাশুড়ির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে পান্টি ইউনিয়নের রামদিয়া গ্রামে শাশুড়ির ঝুলন্ত লাশ উদ্ধারের আধা ঘন্টা পর পুত্রবধূর লাশ পাওয়া যায়। পুলিশ ওই বাড়ি থেকে পুত্রবধূর লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে লেখা রয়েছে, ‘মুক্ত করে দিলাম, তুমি তোমার মাকে নিয়েই থাক।’
নিহত শাশুড়ি রোকেয়া খাতুন (৬০) ওই গ্রামের মৃত বসির উদ্দিনের স্ত্রী এবং পুত্রবধূ হিরা খাতুন ওরফে জোসনা (২৬) বসির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে গত তিনদিন শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা বন্ধ ছিল। এমনকি তাঁরা দুজনই তিন দিন ধরে না খেয়ে ছিলেন। একপর্যায়ে পুত্রবধূ জোসনা অসুস্থ হয়ে পড়লে বাড়িতে পল্লী চিকিৎসক এনে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়। এ অবস্থায় শুক্রবার রাতে ছেলে আব্দুর রহমান তাঁর মা ও স্ত্রীকে অনুরোধ করে দুজনের মধ্যে আপস মিমাংসা করিয়ে দেন। পরে রাত দুইটার দিকে রহমান তাঁর মাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে প্রতিবেশীরা ঘরের আড়া থেকে নামিয়ে দেখেন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
অপরদিকে রোকেয়ার লাশ উদ্ধারের মাত্র আধা ঘন্টার মাথায় জোসনার লাশ উদ্ধার করা হয়। তবে স্বজনদের অভিযোগ, জোসনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দাবি জোসনাকে হত্যা করা হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় একমাত্র নারী ডেলিভারি ম্যান রজনীর ‘আত্মহত্যা’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান বলেন, খবর পেয়ে শনিবার শাশুড়ি ও পত্রবধূর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া ছাড়া জোসনার মৃত্যুর বিষয়ে কোন মন্তব্য করা যাচ্ছে না। তবে ওই বাড়ি থেকে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চিরকুটটি জোসনার লেখা।
পুলিশের এই তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে শাশুড়ি আত্মহত্যা করেছেন। এর আধা ঘন্টা পর পত্রবধু জোসনার লাশ পাওয়া যায়। কিন্তু চিরকুটের ভাষ্য অনুযায়ী, শাশুড়ির আগেই পুত্রবধূর মৃত্যু হয়েছে। পুলিশ সার্বিক বিষয়গুলো নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২১
৩ বছর আগে
ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
এক সপ্তাহ আগে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীরা রহস্যজনভাবে মৃত্যু হয়েছে।
মৃত হাফিজুর রহমান (২৪) বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র । ঈদুল ফিতরের দিন ১৪ মে তিনি নিখোঁজ হন।
রবিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান ঢামেক মর্গে লাশ শনাক্ত করেন।
আরও পড়ুন:পরীক্ষার ক্ষণ ঘনিয়ে আসায় ঢাবির হল খোলা নিয়ে শোরগোল বাড়ছে
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিক খবর পেয়েছি যে শহীদ মিনারের কাছে এক যুবক তার বার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পেয়ে পুলিশ মামলা দায়ের করে।
ওসি জানান, তার পরিবার যদি কারও বিরুদ্ধে অভিযোগ করে তবে তদন্ত শুরু করা হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন:ঢাবির অনার্স, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর শুরু
ঢাবির বিভাগীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের
নিহতের পরিবারের সদস্যরা জানান, হাফিজুর ব্রাহ্মণবাড়িয়ার তার গ্রামের বাড়ি থেকে ঈদের দিন ঢাকায় এসেছিলেন।
৩ বছর আগে
নেত্রকোনায় মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু!
দেশব্যাপী করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পৌর শহরের সাতপাই প্রফেসর পাড়ায় জামালুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা চালু ছিল।
৪ বছর আগে
নরসিংদীতে রহস্যজনকভাবে মাদরাসাছাত্রী খুন
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া মধ্যপাড়া গ্রামে আফিয়া আক্তার (১৬) নামে এক মাদরাসাছাত্রী মঙ্গলবার গভীর রাতে রহস্যজনকভাবে খুন হয়েছেন।
৪ বছর আগে
কুষ্টিয়ায় নব দম্পতির রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়া, ১১ অক্টোবর (ইউএনবি)-কুমারখালী উপজেলায় ভালুকা গ্রামের নিজ ঘর থেকে শুক্রবার ভোরে নব দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।
৫ বছর আগে