এক সপ্তাহ আগে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীরা রহস্যজনভাবে মৃত্যু হয়েছে।
মৃত হাফিজুর রহমান (২৪) বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র । ঈদুল ফিতরের দিন ১৪ মে তিনি নিখোঁজ হন।
রবিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান ঢামেক মর্গে লাশ শনাক্ত করেন।
আরও পড়ুন:পরীক্ষার ক্ষণ ঘনিয়ে আসায় ঢাবির হল খোলা নিয়ে শোরগোল বাড়ছে
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিক খবর পেয়েছি যে শহীদ মিনারের কাছে এক যুবক তার বার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় না পেয়ে পুলিশ মামলা দায়ের করে।
ওসি জানান, তার পরিবার যদি কারও বিরুদ্ধে অভিযোগ করে তবে তদন্ত শুরু করা হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন:ঢাবির অনার্স, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর শুরু
ঢাবির বিভাগীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানোর পরামর্শ বিশেষজ্ঞদের
নিহতের পরিবারের সদস্যরা জানান, হাফিজুর ব্রাহ্মণবাড়িয়ার তার গ্রামের বাড়ি থেকে ঈদের দিন ঢাকায় এসেছিলেন।